আজ || মঙ্গলবার, ০৫ নভেম্বর ২০২৪
শিরোনাম :
  গোপালপুরে শুশুয়া ভিল’র উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি       বিএনপি পরিবারের সদস্য হওয়ায় চাকরি হারিয়েছেন শিক্ষিকা হাফিজা খাতুন       গোপালপুরে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় সমবায় দিবস পালিত       মধুপুর অগ্রণী ব্যাংক শাখা নতুন ভবনে স্থানান্তর উদ্বোধন       ডিপ্লোমা কৃষিবিদ ইনষ্টিটিউশন বাংলাদেশ গোপালপুর শাখার নির্বাচন অনুষ্ঠিত       গোপালপুরে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ       গোপালপুরের ধোপাকান্দি বাজারে গরু ছাগলের বিশাল হাট       গোপালপুরে ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত       গোপালপুরে ১৪শত পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক       বাংলাদেশ সিভিল অফিসার্স ফাউন্ডেশন শীর্ষক সামাজিক সংগঠনের আত্মপ্রকাশ    
 


সরকারের সফলতা মাইক্রোস্কোপেও দেখা যায় না

ঢাকা মহানগরের সাধারণ সম্পাদক রফিক মজুমদারকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে আগামী ৮ জানুয়ারি মঙ্গলবার বিক্ষোভ সমাবেশের ঘোষণা দিয়েছে ঢাকা মহানগর বিএনপি। এছাড়াও আগামী ১১ জানুয়ারি ওয়ান ইলেভেনের প্রতিবাদে কালো পতাকা মিছিল করারও সিদ্ধান্ত জানানো হয়েছে। রোববার জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে হরতাল শেষে নয়াপল্টনস্থ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের প্রধান সমন্বয়ক ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলাম এ ঘোষণা দেন। এসময় রফিক মজুমদারকে নৃশংসভাবে হত্যার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়ে তিনি বলেন, সরকারের বেপরোয়া অপশাসনে জনগণের আস্থা হারিয়ে গেছে তাই তারা গুম ও হত্যার কর্মসূচি ধারাবাহিকভাবে পালন করে যাচ্ছে। বর্তমান স্বৈরাচারী সরকারের পতন না ঘটানো পর্যন্ত জনজীবনে স্বস্তি ফিরে আসবে না। বিএনপি বাধ্য হয়ে হরতালের মতো কর্মসূচি দেয় উল্ল্যেখ করে তিনি বলেন, সরকারের গত চার বছর শাসনামলে বিএনপি হরতাল দিয়েছে মাত্র ২২ দিন অথচ আওয়ামী লীগের বিগত শাসনআমলে তারা মোট হরতাল দিয়েছিল ১৭৩ দিন। এতেই প্রমাণিত হয় বিএনপি তাদের মতো শুধু শুধু হরতাল দেয় না বাধ্য হয়েই হরতাল দেয়। ভবিষ্যতেও প্রয়োজনে বাধ্য হয়েই হরতাল দেবে বিএনপি। এ সময় আইন প্রণয়নের মাধ্যমে হরতাল বন্ধ করা উচিত অর্থমন্ত্রীর এ মন্তব্যের সমালোচনা করে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তরিকুল বলেন, ওনার বয়স প্রায় ৮২ বছর। এ বয়সের একজন মানুষ বয়সের ভারে অনেক কিছুই বলতে পারে। তিনি একজন রাজনৈতিক ব্যাক্তিত্ব তাকে আমি শ্রদ্ধা করি, তার কথায় মনে করার কিছু নেই। সরকারের সাথে অবশ্যই বিএনপির আলোচনায় বসা উচিত এবং ইতোমধ্যেই আমি শুনেছি গোপনে তাদের মধ্যে সংলাপের একটি প্রক্রিয়া চলছে মার্কিন রাষ্ট্রদূত ড্যান মজিনার এমন বক্তব্যের সমালোচনা করে সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, কাদের সাথে আলোচনা হয়েছে তা আমরা জানি না। দলের বাইরে যে কারো সাথে আলোচনা হতে পারে তবে তা ষড়যন্ত্র। সরকারের চার বছরে কোন সফলতা নেই দাবি করে তিনি বলেন, বিগত চার বছরে সরকারের যতোটুক ু সফলতা আছে তা এতই ক্ষুদ্র যে মাইক্রোস্কোপ দিয়ে খতিয়ে দেখতে হবে। এ সময় সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, বিএনপির যুগ্ন মহাসচিব বরকতুল্লাহ ভুলু, রুহুল কবীর রিজভী, আমান উল্লাহ আমান, বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদীন ফারুক, ঢাকা মহানগস বিএনপির সদস্য সচিব আবদুস সালাম, মহিলা দলের সাধারন সম্পাদিকা শিরিন সুলতানা।

মন্তব্য করুন -


Top
error: Content is protected !!