আজ || রবিবার, ১৫ ডিসেম্বর ২০২৪
শিরোনাম :
  গোপালপুরের সেনেরচর আলীম মাদ্রাসার অধ্যক্ষের বিরুদ্ধে যতো অভিযোগ       গোপালপুরে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত       গোপালপুরে ছাগল পালনে স্বাবলম্বী শিল্পী রাণী এবং আন্না বেগম       গোপালপুরের ঝাওয়াইলে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ       গোপালপুরে দিনব্যাপী হাজী সম্মেলন অনুষ্ঠিত       গোপালপুরে বারেক মেম্বারের মৃত্যুবার্ষিকী পালন       গোপালপুরে বিদ্যুৎপৃষ্টে স্কুল ছাত্রের মৃত্যু       গোপালপুরে ওয়ার্ডমাস্টার প্রতিযোগিতা ও পুরস্কার প্রদান       গোপালপুরে সরকারি জমি দখল নিতে দুই পক্ষের উত্তেজনা, সড়ক অবরোধ       গোপালপুরে নূরানী মাদরাসা শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত    
 


পিছিয়ে যেতে পারে শ্যাভেজের শপথ গ্রহণ

অসুস্থতার জন্য উপস্থিত হতে না পারলে আগামী ১০ জানুয়ারি নতুন করে ছয় বছর মেয়াদের জন্য নির্বাচিত ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হুগো শ্যাভেজের আনুষ্ঠানিক শপথ অনুষ্ঠান স্থগিত করা হতে পারে।গত শুক্রবার এ কথা জানিয়েছেন ভেনেজুয়েলার ভাইস প্রেসিডেন্ট নিকোলাস মাদূরো।মাদূরোর মন্তব্য থেকে এ বিষয়টি পরিষ্কার হয়ে গেছে, প্রেসিডেন্ট শ্যাভেজের জায়গায় এখনো নতুন কারো নাম ঘোষণা করা বা নতুন প্রেসিডেন্ট নির্বাচনের কথা বিবেচনা করছে না দেশটির সরকার।তার বদলে আনুষ্ঠানিক শপথ গ্রহণের অনুষ্ঠানটি পিছিয়ে দেওয়ার প্রস্তুতি নিচ্ছে তারা।শপথ গ্রহণের দিন শ্যাভেজ কিউবায় থাকলে তা প্রেসিডেন্ট পদ থেকে তার পদত্যাগের সমতুল্য হবে বলে দাবি করেছে ভেনেজুয়েলার বিরোধীদলগুলো।
কিন্তুু রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে সংবিধানের একটি অনুলিপি তুলে ধরে মাদূরো বলেন, পরবর্তী কোনো এক তারিখে সর্বোচ্চ আদালতের মাধ্যমে শ্যাভেজ শপথ নিলেও কোনো অসুবিধা নেই।

তিনি বলেন, �তার শপথ গ্রহণের আনুষ্ঠানিকতা সর্বোচ্চ আদালতেই সমাধান করা যাবে। অসুস্থতা সত্ত্বেও দাপ্তরিকভাবে শ্যাভেজকে সম্প�র্ণ অনুপস্থিত ঘোষণা করার কোনো কারণ নেই।�
এ ধরনের ঘোষণায় সংবিধান অনুযায়ী ৩০ দিনের মধ্যে নতুন নির্বাচন আয়োজনের বাঁধ্যবাঁধকতা তৈরি হবে বলে জানান তিনি।শ্যাভেজ সজ্ঞান আছেন এবং সুস্থ হওয়ার জন্য সংগ্রাম করছেন বলে জানান মাদূরো। গত সপ্তাহে শ্যাভেজকে দেখতে কিউবা গিয়েছিলেন ভাইস প্রেসিডেন্ট মাদূরো ও জাতীয় আইন পরিষদের প্রধান দিয়োসদাদো ক্যাবেলো।

ক্যানসারের চিকিৎসায় এখন কিউবার রাজধানী হাভানার একটি হাসপাতালে চিকিৎসাধীন চাভেজ। সেখানে তাঁর চতুর্থ দফা অস্ত্রোপচার হয়েছে। অস্ত্রোপচার-পরবর্তী নানা শারীরিক জটিলতায় ভুগছেন তিনি। আগামী বৃহস্পতিবার প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতা গ্রহণের শপথ অনুষ্ঠানে অংশ নেয়ার মতো তাঁর শারীরিক অবস্থা নেই।
বিরোধীদলীয় নেতাদের মধ্যে অনেকের দাবি, চাভেজ দেশে না থাকায় পার্লামেন্টের স্পিকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে ৩০ দিনের মধ্যে নতুন করে নির্বাচনের আয়োজন করা হোক।
তবে বিরোধীদের এই দাবি নাকচ করেছেন ভাইস প্রেসিডেন্ট মাদূরো। তিনি বলেছেন, বৃহস্পতিবারই চাভেজের শপথ নিতে হবে এমন কোনো কথা নেই। তিনি তাঁর কার্যালয়ে সম্প�র্ণ অনুপস্থিত এ কথা ঘোষণারও কোনো কারণ নেই। তাঁর আনুষ্ঠানিক শপথের বিষয়টি সুপ্রিম কোর্টে সমাধা হতে পারে। সুপ্রিম কোর্ট পরে কোনো একসময় চাভেজকে শপথ পাঠ করাতে পারবেন।
বিরোধীদের উদ্দেশে মাদূরো বলেন, ‘চাভেজ এখনো প্রেসিডেন্ট। জনগণকে বিভ্রান্ত করবেন না। গণতন্ত্রকে শ্রদ্ধা করুন।’ গত অক্টোবরে অনুষ্ঠিত নির্বাচনে চাভেজ প্রেসিডেন্ট হিসেবে পুনর্নির্বাচিত হন।

মন্তব্য করুন -


Top
error: Content is protected !!