আজ || রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫
শিরোনাম :
  টাঙ্গাইলে পরম আদরে লালনপালন বন্য সজারু       শতাব্দি পেরনো স্বর্ণজয়ী মানুষ ‘প্রফেসর মোয়াজ্জেম হোসেন’       অবশেষে গোপালপুরে বিরল রোগে আক্রান্ত পরিবার সুচিকিৎসা পাচ্ছেন       গোপালপুর-ভূঞাপুর যমুনা চরাঞ্চল এখন মাদক আর দুস্কৃতকারিদের অভয়ারণ্য       গোপালপুরে কৃষক জনগোষ্ঠীকে সংগঠিত করতে কৃষক সমাবেশ       খোরশেদুজ্জামান মন্টুকে এলাকাবাসি উপজেলা পরিষদ চেয়ারম্যান হিসাবে দেখতে চান       গোপালপুর উপজেলা পরিষদ স্কুলের বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষণা       গোপালপুরে কুরতুবী মাদ্রাসার উদ্ধোধন       সালাম পিন্টুর মুক্তির আনন্দে গোপালপুরে মোটরসাইকেল র‍্যালি       গোপালপুরে জাসাস এর প্রতিষ্ঠা বার্ষিকী পালিত    
 


আলোচিত ছবির নাম ‘চেন্নাই এক্সপ্রেস’

তারকারা সবসময়ই সাধারণ মানুষের কাছে অসাধারণ মানুষ হিসেবে পরিচিতি পান। তাদের ছোট একটি পদক্ষেপও সাধারণ মানুষের কাছে গুরুত্বপূর্ণ।

আবার খুব ছোট কারণেই দর্শক তাদের উপর মনঃক্ষুন্ন হন। ঠিক এমনটাই ঘটেছে বলিউড কিং শাহরুখ খানের সাথে।গতবছর ‘রা ওয়ান’ সিনেমায় শাহরুখ শেখর নামক এক সাউথ ইন্ডিয়ান যুবকের চরিত্রেঅভিনয় করেন। কিন্তু সাউথ ইন্ডিয়ান গোষ্ঠীরা তার অভিনয়ে সন্তুষ্ট হতেপারেনি। তাদের মতে কিং খান চরিত্রটির জন্য মানানসই অভিনয় করতে পারেননি।শাহরুখ খানের এমন নিম্নমানের অভিনয়ের জন্যই বড় বাজেটের সিনেমা ‘রা ওয়ান’ তেমন হিটও হয়নি। এমন অভিযোগও রয়েছে অনেকের। দর্শকদের মতে, সিনেমাটিতেশাহরুখ ভালো মানের কমেডি অভিনয়ও করতে পারেননি।কিন্তু সেই একই ভুলআবারো করলেন শাহরুখ খান। সাউথ ইন্ডিয়ান চরিত্র ভালভাবে আয়ত্ত না করেই আবারোতিনি অভিনয় করলেন এক সাউথ ইন্ডিয়ান পুরুষের চরিত্রে। রোহিত শেঠির নতুনসিনেমা ‘চেন্নাই এক্সপ্রেস’ এ চরিত্রে দেখা যাবে তাকে।দেখা যাকতিনি এবার কতটা সাউথ ইন্ডিয়ান হিরো হতে পেরেছেন। সিনেমাটিতে শাহরুখেরবিপরীতে থাকছেন দীপিকা পাড়ুকোন। ‘চেন্নাই এক্সপ্রেস’ এর পোস্টার এ দেখাযাচ্ছে শাহরুখ এবং দীপিকা সাউথ ইন্ডিয়ান স্টাইলের পোশাক পড়ে রয়েছেন।

‘চেন্নাই এক্সপ্রেস’ ছবিটি বলিউডের আরো একটি বহুল আলোচিত ছবির নাম। ছবিটি প্রযোজনা করেছেন শাহরুখ খানের স্ত্রী গৌরী খান। দেখা যাক শাহরুখ খান এবার কতটা সফল হন। আসছে জুন মাসে ছবিটি মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে।

মন্তব্য করুন -


Top
error: Content is protected !!