আজ || মঙ্গলবার, ২৮ নভেম্বর ২০২৩
শিরোনাম :
  গোপালপুরে স্কিলস ফর এমপ্লয়মেন্ট ইনভেস্টমেন্ট প্রোগ্রাম’র (SEIP) কর্মশালা       গোপালপুরে পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহের এ্যাডভোকেসি সভা       গোপালপুরে কয়েলের আগুনে পুড়ে মারা গেছে কৃষকের ৩ গরু       গোপালপুরে বাল্যবিয়ে বন্ধ করলেন ম্যাজিস্ট্রেট       গোপালপুরে বনায়নের নামে সরকারি অর্থের বৃক্ষচারা গরু-ছাগলের পেটে       গোপালপুরের অদম্য মেধাবী সামির সম্ভাবনার গল্প       গোপালপুরে গর্ভবতী গাভী জবাই করে গোস্ত নিয়ে রেখে গেছে মৃত বাছুর       গোপালপুরে ৫২তম জাতীয় সমবায় দিবস পালন       গোপালপুরে বিলুপ্তপ্রায় হেমনগরের গোয়ালবাড়ি খাল       গোপালপুরে যমুনার চরাঞ্চল ঘিরে সম্ভাবনার দুয়ার    
 


আলোচিত ছবির নাম ‘চেন্নাই এক্সপ্রেস’

তারকারা সবসময়ই সাধারণ মানুষের কাছে অসাধারণ মানুষ হিসেবে পরিচিতি পান। তাদের ছোট একটি পদক্ষেপও সাধারণ মানুষের কাছে গুরুত্বপূর্ণ।

আবার খুব ছোট কারণেই দর্শক তাদের উপর মনঃক্ষুন্ন হন। ঠিক এমনটাই ঘটেছে বলিউড কিং শাহরুখ খানের সাথে।গতবছর ‘রা ওয়ান’ সিনেমায় শাহরুখ শেখর নামক এক সাউথ ইন্ডিয়ান যুবকের চরিত্রেঅভিনয় করেন। কিন্তু সাউথ ইন্ডিয়ান গোষ্ঠীরা তার অভিনয়ে সন্তুষ্ট হতেপারেনি। তাদের মতে কিং খান চরিত্রটির জন্য মানানসই অভিনয় করতে পারেননি।শাহরুখ খানের এমন নিম্নমানের অভিনয়ের জন্যই বড় বাজেটের সিনেমা ‘রা ওয়ান’ তেমন হিটও হয়নি। এমন অভিযোগও রয়েছে অনেকের। দর্শকদের মতে, সিনেমাটিতেশাহরুখ ভালো মানের কমেডি অভিনয়ও করতে পারেননি।কিন্তু সেই একই ভুলআবারো করলেন শাহরুখ খান। সাউথ ইন্ডিয়ান চরিত্র ভালভাবে আয়ত্ত না করেই আবারোতিনি অভিনয় করলেন এক সাউথ ইন্ডিয়ান পুরুষের চরিত্রে। রোহিত শেঠির নতুনসিনেমা ‘চেন্নাই এক্সপ্রেস’ এ চরিত্রে দেখা যাবে তাকে।দেখা যাকতিনি এবার কতটা সাউথ ইন্ডিয়ান হিরো হতে পেরেছেন। সিনেমাটিতে শাহরুখেরবিপরীতে থাকছেন দীপিকা পাড়ুকোন। ‘চেন্নাই এক্সপ্রেস’ এর পোস্টার এ দেখাযাচ্ছে শাহরুখ এবং দীপিকা সাউথ ইন্ডিয়ান স্টাইলের পোশাক পড়ে রয়েছেন।

‘চেন্নাই এক্সপ্রেস’ ছবিটি বলিউডের আরো একটি বহুল আলোচিত ছবির নাম। ছবিটি প্রযোজনা করেছেন শাহরুখ খানের স্ত্রী গৌরী খান। দেখা যাক শাহরুখ খান এবার কতটা সফল হন। আসছে জুন মাসে ছবিটি মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে।

মন্তব্য করুন -


Top
error: Content is protected !!