কে এম মিঠু, গোপালপুর :
গোপালপুরে মাছ ধরার ১ হাজার একশত মিটার নিষিদ্ধ কারেন্ট জাল আগুনে পুড়িয়ে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. তুহিন হোসেন এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
সিনিয়র উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে মঙ্গলবার (২৪ জুন) উপজেলার বেলুয়া এলাকায় ঝিনাই নদীতে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় মাছ ধরার ১১০টি নিষিদ্ধ কারেন্ট ও চায়না জাল জব্দ করে জনসম্মুখে আগুনে পুড়িয়ে ভস্মীভূত করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সাইদুল ইসলাম, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৌরভ কুমার দে সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং কর্মচারীগণ এবং পুলিশ বাহিনীর সদস্যগণ উপস্থিত ছিলেন।
অভিযান পরিচালনাকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. তুহিন হোসেন জানান, কারেন্ট জাল, চায়না জালসহ সব ধরনের নিষিদ্ধ জাল নিধনে নিয়মিত অভিযান ও মোবাইল কোর্ট পরিচালনা করা হবে।
সম্পাদক : অধ্যাপক জয়নাল আবেদীন | নির্বাহী সম্পাদক : কে এম মিঠু
প্রকাশক কার্যালয় : বেবি ল্যান্ড, বাজার রোড গোপালপুর, টাঙ্গাইল -১৯৯০, বাংলাদেশ।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত - ২০১৯-২০২৩