আজ || বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪
শিরোনাম :
  গোপালপুরে ‘কল্যাণের শপথ সেবা সংঘ’র কমিটি গঠন       গোপালপুরে প্রাথমিক শিক্ষক সমিতির কমিটি গঠন       গোপালপুরে মাদরাসা অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়মের অভিযোগে গণশুনানি       ভূঞাপুর মাধ্যমিক শিক্ষক সমিতির নতুন কমিটি       গোপালপুরে ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ       গোপালপুরে বিএনপির ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত       ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষার্থীরা       গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন       গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন       ইমনরা স্বাধীনতা এনে দিয়েছে: টাঙ্গাইল জেলা জামায়াত আমীর     
 


সাভারে এক কলেজছাত্রীকে ধর্ষণেরঅভিযোগ:গ্রেফতার ৪

জেলার সাভারে কলেজছাত্রীকে ধর্ষণ এবং তার ভিডিও চিত্র ধারণের অভিযোগে ধর্ষিতার বান্ধবীসহ চার জনকে গ্রেপ্তার করেছেপুলিশ । মেয়েটিকে মেডিকেল পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে পুলিশ জানিয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, কলেজছাত্রীকে আটকে রেখে ধর্ষণ ও ভিডিওচিত্র ধারণ করে তা প্রকাশের হুমকির ঘটনায় ওই ছাত্রীর মা বাদী হয়ে সাভার মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। গত ২৫ নভেম্বর সাভার পৌর এলাকায় এ ঘটনা ঘটলেও বৃহস্পতিবার রাতে সাভার মডেল থানায় মামলা দায়ের করেন ওই ছাত্রীর মা। যাহার মামলা নম্বর – ৭ ।আসামি শাহীন ধর্ষণের ভিডিও চিত্র ডিজিটাল ক্যামেরায় ধারণ করে বলেও মামলায় উল্লেখ করা হয়।আটকরা হলেন- মানিকগঞ্জ জেলার সিংগাইর উপজেলার আজিমপুর গ্রামের সুজন (২৫), একই উপজেলার কাংসা গ্রামের সূচি ওরফে লিজা (১৮), রায়হান (২২) ও মহিউদ্দিন (২৪)। ঘটনার বিবরণে প্রকাশ,গত ২৫ নভেম্বর সিংগাইর ডিগ্রি কলেজের একাদশ শ্রেণীর এক ছাত্রীকে পরীক্ষার কথা বলে বাড়ি থেকে ডেকে নিয়ে আসে তার আরেক বান্ধবী লিজা। পথে এসে লিজা তার ফুফুর অসুস্থতার কথা বলে তাকে দেখার জন্য কলেজছাত্রীকে সঙ্গে নিয়ে সাভারের ব্যাংক কলোনি ছাপড়া মসজিদের উত্তর পাশের এম.এ. মান্নান ভিলার ৫ম তলা ভবনের নিচতলায় ব্যাচেলর মেসে নিয়ে আসে। এরপর ছাত্রীটিকে ওই মেসের একটি কক্ষের মধ্যে ধাক্কা দিয়ে ঢুকিয়ে দিয়ে মেয়েটির বান্ধবি লিজা ‘আসতেছি বলে চলে যায়।’ এসময় ওই রুমের মধ্যে ৫ থেকে ৬ যুবককে দেখতে পেয়েমেয়েটি চিৎকার দিলে শাহীন নামে একজন তার মুখ চেপে ধরে মারধর করতে থাকে। একপর্যায়ে তারা রুমের মধ্যে উচ্চ শব্দে কম্পিউটারে গান বাজিয়ে ছাত্রীকে ধর্ষণ করে এবং ডিজিটাল ক্যামেরা দিয়ে ধর্ষণের ভিডিওচিত্র ধারণ করে রাখে। পুলিশ কর্মকর্তা বলেন, ঘটনার সপ্তাহখানেক পর আসামি দানেশ মেয়েটির মাকে ফোন করে মেয়েকে ধর্ষণের দৃশ্য ইন্টারনেটে ছড়িয়ে দেয়ার হুমকি দিয়ে টাকা দাবি করে। মামলার তদন্ত কর্মকর্তা সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আশরাফুল ইসলাম মামলার বরাত দিয়ে বি এন বি নিউজ কে বলেন, গত ২৫ নভেম্বর সকাল ১০টার দিকে ডিগ্রির প্রথম বর্ষের ওই ছাত্রীকে (১৮) পরীক্ষা আছে বলে ডেকে নিয়ে যায় তারই সহপাঠী বান্ধবী সূচী ওরফে লিজা। এদিকে, মামলা দায়েরের পর বৃহস্পতিবার সাভার মডেল থানা পুলিশ ঢাকার সাভার ও মানিকগঞ্জের সিংগাইর উপজেলার বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে ৪ জনকে গ্রেফতার করে শুক্রবার দুপুরে আদালতে পাঠিয়ে ৭ দিনের রিমান্ড চেয়েছে।সাভার মডেল থানার ওসি মো. আসাদুজ্জামান বলেন, গ্রেপ্তার হওয়া এবং এজাহারভুক্ত পলাতক আসামিরা বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয় এবং কলেজের শিক্ষার্থী। তারা পরস্পরের ঘনিষ্ঠ বন্ধু। অপরদিকে, গ্রেফতারদের পরিবারের সদস্যরা অভিযোগ করেছেন, “ধর্ষণ ঘটনার সঙ্গে আমাদের লোকেরা জড়িত না” ।
এছাড়া মামলার অন্য আসামিরা হলেন, সাভার বিশ্ববিদ্যালয় কলেজের হিসাববিজ্ঞান বিভাগের সম্মান দ্বিতীয় বর্ষের ছাত্র জাহেদ ওরফে রাজু (২২), রাজধানীর আজিমপুরের শাহীন, সিঙ্গাইরের কাংশার শামীম (২৪), লুৎফর (২৩), দানেশ (৩৫), মাসুদ (২৪) এবং আলীম (২৫)। প্রায় একমাস আগে টাঙ্গাইলের মধুপুরে স্কুলছাত্রীকে গণধর্ষণের ঘটনায় সারাদেশে তোলপাড়ের মধ্যে এ ধর্ষণের কথা প্রকাশ পেল। তদন্ত কর্মকর্তা বলেন, গ্রেপ্তারদের জিজ্ঞাসাবাদে জানা গেছে, ঘটনার মূল পরিকল্পনাকারী দানেশ। আর মুল সহায়তা দান কারিণী সূচী ওরফে লিজা

মন্তব্য করুন -


Top
error: Content is protected !!