ডেক্স নিউজ :
বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুর ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করে টাঙ্গাইলের গোপালপুরে 'কবিতা প্রহরে' নামে এক সাহিত্য আড্ডা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১০ মে) বিকেলে উপজেলার হেমনগরের নিধুবনের ঘাটে বৈরাণ সাহিত্য ও সাংস্কৃতিক সংসদের সহযোগিতায় এ সাহিত্য আড্ডা আয়োজন করে কবিতাপ্রেমী গোপালপুরবাসী।
উত্তর টাঙ্গাইলের সাহিত্যাঙ্গনের বটবৃক্ষ অধ্যাপক বাণীতোষ চক্রবর্তীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট খন্দকার জাহাঙ্গীর আলম রুবেল।
বৈরাণ সাহিত্য ও সাংস্কৃতিক সংসদের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ চক্রবর্তীর সঞ্চালনায় কবিতাপ্রেমী গোপালপুরবাসীর পক্ষে অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন, আনজু আনোয়ার ময়না। উত্তর টাঙ্গাইলের বিভিন্ন উপজেলার প্রথিতযসা সাহিত্যিকগণ অনুষ্ঠানে আলোচনা, কবিতা আবৃত্তি ও গান পরিবেশন করেন।
সম্পাদক : অধ্যাপক জয়নাল আবেদীন | নির্বাহী সম্পাদক : কে এম মিঠু
প্রকাশক কার্যালয় : বেবি ল্যান্ড, বাজার রোড গোপালপুর, টাঙ্গাইল -১৯৯০, বাংলাদেশ।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত - ২০১৯-২০২৩