আজ || মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৫
শিরোনাম :
 


ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত – ৫

কুমিল্লার চৌদ্দগ্রামে একটি পিকনিকের বাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো অন্তত ২০ জন।

চৌদ্দগ্রাম থানার ওসি মোজাম্মেল হোসেন জানান, শুক্রবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চৌদ্দগ্রামের হাড়িসর্দার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি।

তবে নিহতদের মধ্যে বাস ও ট্রাকের চালকও রয়েছেন বলে জানিয়েছেন ময়নামতি হাইওয়ে থানার ওসি মশিউর রহমান।

আহতদের চৌদ্দগ্রাম স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

চৌদ্দগ্রামের ওসি মোজাম্মেল হোসেন জানান, ঢাকা থেকে চট্টগ্রামগামী বাসটির সঙ্গে ঢাকাগামী মালবোঝাই ট্রাকটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই চার জনের মৃত্যু হয়। হাসপাতালে নেয়ার পর মারা যায় আরো একজন।

বিএসটিআই স্টাফ কোয়ার্টার্স লেখা ব্যানার সম্বলিত বাসটি সীতাকুণ্ড ইকোপার্কে পিকনিকে যাচ্ছিল বলে ওসি জানান।

মিয়ারবাজার হাইওয়ে থানার সার্জেন্ট শাহাবুদ্দিন আহমেদ জানান, নিহতদের লাশ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

মন্তব্য করুন -


Top
error: Content is protected !!