ডেক্স রিপোর্ট :
টাঙ্গাইলের গোপালপুর উপজেলার মাইজবাড়ি গ্রামের নিরীহ কৃষক নূরুল ইসলামের গরুর ঘর সংলগ্ন খড়ের গাদায় গভীর রাতে আগুন। পুড়ে গেছে সম্পূর্ণ খড়ের গাদা। একটুর জন্যে বেঁচে গেছে গোয়াল ঘরসহ পুরো বাড়ি।
উপজেলার নগদা শিমলা ইউনিয়নের মাইজবাড়ি গ্রামের মৃত আব্দুল মালেকের ছেলে নূরুল ইসলামের বাড়িতে গত ১৭ ফেব্রুয়ারী দিবাগত মধ্য রাতে এ ঘটনা ঘটেছে।
ঘটনার প্রত্যক্ষদর্শি ও নূরুল ইসলামের চাচা উপজেলা বিএনপির সমবায় বিষয়ক সম্পাদক শিমলা জামিরুন্নেছা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক মো আয়নাল হক জানান, রাত সাড়ে বারোটার দিকে মানুষের চিৎকারে জেগে ওঠে দেখি আমার ভাতিজা নূরুর পালায় (খড়ের গাদা) দাউ দাউ আগুন জ্বলছে। দৌড়ে লোকজন নিয়ে পানি দিয়ে আগুন নিয়ন্ত্রনে আনি। অল্পের জন্যে রক্ষা পায় গরুসহ গোয়াল ঘর। তিনি আরো বলেন, আমার রাজনৈতিক ও সামাজিক জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে।
এ ব্যাপারে গোপালপুর থানায় ১৮ ফেব্রুয়ারি একটি সাধারণ ডায়েরী করা হয়েছে।
সম্পাদক : অধ্যাপক জয়নাল আবেদীন | নির্বাহী সম্পাদক : কে এম মিঠু
প্রকাশক কার্যালয় : বেবি ল্যান্ড, বাজার রোড গোপালপুর, টাঙ্গাইল -১৯৯০, বাংলাদেশ।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত - ২০১৯-২০২৩