গোপালপুর বার্তা ডেক্স :
আজ সোমবার ভোর রাতে এক রহস্যজনক অগ্নিকান্ডে চাতুটিয়া বাজার মোড়ে তিন দোকান পুড়ে ছাই হয়ে যায়। গোপালপুর ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
আগুনে ফিরোজ ভারারীর মাহিন মেডিকেল হল, মিজানুর রহমানের কাপড়ের দোকান এবং রবিউল ইসলাম তোতার সিমেন্টের দোকান পুড়ে ভস্মীভূত হয়। ক্ষয়ক্ষতির পরিমান প্রায় কোটি টাকা।
চাতুটিয়া চৌরাস্তা দোকান মালিক সমিতির কোষাধ্যক্ষ আনোয়ার হোসেন খান জানান, রাত দুইটার পর রহস্যজনকভাবে আগুনের সুত্রপাত ঘটে। অগ্নিকান্ডে দোকানিরা নিঃস্ব হয়ে গেছে।
সম্পাদক : অধ্যাপক জয়নাল আবেদীন | নির্বাহী সম্পাদক : কে এম মিঠু
প্রকাশক কার্যালয় : বেবি ল্যান্ড, বাজার রোড গোপালপুর, টাঙ্গাইল -১৯৯০, বাংলাদেশ।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত - ২০১৯-২০২৩