জাতিসংঘ বলছে সিরিয়াতে ২০১১ সালের মার্চ থেকে শুরু হওয়া রাজনৈতিক অভ্যুত্থানের পর থেকে সহিংসতায় কমপক্ষে ৬০ হাজার মানুষ নিহত হয়েছে।
সেখানকার বিরোধীরা ৪৫ হাজার মানুষ নিহত হওয়ার যে হিসাব দিয়েছিল জাতিসংঘের হিসাব তার চেয়ে অনেক বেশি।
মোট ৭ টি সূত্র থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে পাঁচ মাসব্যাপী এই গবেষণা পরিচালনা করে জাতিসংঘ।
গবেষণায় সিরিয় সরকার ও বিদ্রোহী বাহিনী উভয় পক্ষ থেকেই তথ্য নেওয়া হয়।
তবে গবেষণায় আরও বলা হয়েছে, প্রকাশিত খবরের উপর ভিত্তি করে এই প্রতিবেদন তৈরি হয়েছে।
বাস্তবে বহু হতাহতের ঘটনা অপ্রকাশিত থেকে যেতে পারে।
এমন এক সময়ে এই প্রতিবেদন প্রকাশিত হলও যার মাত্র কয়েক ঘণ্টা আগে দামেস্কে সরকারি বাহিনীর এক বিমান হামলায় ৭৫ জনের বেশি মানুষ নিহত হয়েছে।
দামেস্কের পূর্বে এক পেট্রোল পাম্পে এই হামলা হয়।
প্রত্যক্ষদর্শীরা বলছেন আক্রমণের পর তারা অগ্নিদগ্ধ মরদেহ দেখতে পেয়েছেন।
তাদের মধ্যে নারী ও শিশু রয়েছেন।
প্রায় চারদিন জ্বালানী সংকটের পর দামেস্কের অধিবাসীরা পেট্রোল নিতে এই পাম্পে এলে হামলার শিকার হন।
সর্বশেষ এই আক্রমণের ঘটনা এমন এক সময় হল যখন সিরিয়ার প্রধানমন্ত্রী বলেছেন সহিংসতা বন্ধে যেকোনো শান্তিপূর্ণ পদক্ষেপকে স্বাগত জানাবে সিরিয়া সরকার।
সম্পাদক : অধ্যাপক জয়নাল আবেদীন | নির্বাহী সম্পাদক : কে এম মিঠু
প্রকাশক কার্যালয় : বেবি ল্যান্ড, বাজার রোড গোপালপুর, টাঙ্গাইল -১৯৯০, বাংলাদেশ।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত - ২০১৯-২০২৩