আজ || মঙ্গলবার, ২৮ নভেম্বর ২০২৩
শিরোনাম :
  গোপালপুরে স্কিলস ফর এমপ্লয়মেন্ট ইনভেস্টমেন্ট প্রোগ্রাম’র (SEIP) কর্মশালা       গোপালপুরে পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহের এ্যাডভোকেসি সভা       গোপালপুরে কয়েলের আগুনে পুড়ে মারা গেছে কৃষকের ৩ গরু       গোপালপুরে বাল্যবিয়ে বন্ধ করলেন ম্যাজিস্ট্রেট       গোপালপুরে বনায়নের নামে সরকারি অর্থের বৃক্ষচারা গরু-ছাগলের পেটে       গোপালপুরের অদম্য মেধাবী সামির সম্ভাবনার গল্প       গোপালপুরে গর্ভবতী গাভী জবাই করে গোস্ত নিয়ে রেখে গেছে মৃত বাছুর       গোপালপুরে ৫২তম জাতীয় সমবায় দিবস পালন       গোপালপুরে বিলুপ্তপ্রায় হেমনগরের গোয়ালবাড়ি খাল       গোপালপুরে যমুনার চরাঞ্চল ঘিরে সম্ভাবনার দুয়ার    
 


সিরিয়াতে চলমান সহিংসতায় ‘৬০ হাজার নিহত’

জাতিসংঘ বলছে সিরিয়াতে ২০১১ সালের মার্চ থেকে শুরু হওয়া রাজনৈতিক অভ্যুত্থানের পর থেকে সহিংসতায় কমপক্ষে ৬০ হাজার মানুষ নিহত হয়েছে।

সেখানকার বিরোধীরা ৪৫ হাজার মানুষ নিহত হওয়ার যে হিসাব দিয়েছিল জাতিসংঘের হিসাব তার চেয়ে অনেক বেশি।

মোট ৭ টি সূত্র থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে পাঁচ মাসব্যাপী এই গবেষণা পরিচালনা করে জাতিসংঘ।

গবেষণায় সিরিয় সরকার ও বিদ্রোহী বাহিনী উভয় পক্ষ থেকেই তথ্য নেওয়া হয়।

তবে গবেষণায় আরও বলা হয়েছে, প্রকাশিত খবরের উপর ভিত্তি করে এই প্রতিবেদন তৈরি হয়েছে।

বাস্তবে বহু হতাহতের ঘটনা অপ্রকাশিত থেকে যেতে পারে।

এমন এক সময়ে এই প্রতিবেদন প্রকাশিত হলও যার মাত্র কয়েক ঘণ্টা আগে দামেস্কে সরকারি বাহিনীর এক বিমান হামলায় ৭৫ জনের বেশি মানুষ নিহত হয়েছে।

দামেস্কের পূর্বে এক পেট্রোল পাম্পে এই হামলা হয়।

প্রত্যক্ষদর্শীরা বলছেন আক্রমণের পর তারা অগ্নিদগ্ধ মরদেহ দেখতে পেয়েছেন।

তাদের মধ্যে নারী ও শিশু রয়েছেন।

প্রায় চারদিন জ্বালানী সংকটের পর দামেস্কের অধিবাসীরা পেট্রোল নিতে এই পাম্পে এলে হামলার শিকার হন।

সর্বশেষ এই আক্রমণের ঘটনা এমন এক সময় হল যখন সিরিয়ার প্রধানমন্ত্রী বলেছেন সহিংসতা বন্ধে যেকোনো শান্তিপূর্ণ পদক্ষেপকে স্বাগত জানাবে সিরিয়া সরকার।

মন্তব্য করুন -


Top
error: Content is protected !!