কে এম মিঠু, গোপালপুর :
টাঙ্গাইলের গোপালপুরে অবসরপ্রাপ্ত শিক্ষক কর্মচারী কল্যাণ পরিষদের তৃতীয় প্রতিষ্ঠা বার্ষিকী সম্মেলন শনিবার সকালে উপজেলা পরিষদ হল রুমে অনুষ্ঠিত হয়।
সম্মেলনে শিক্ষকদের চিকিৎসা ও ভ্রমণ সুবিধার জন্য রাষ্ট্রীয়ভাবে পরিচিতি কার্ড, ঘড় ভাড়া, অবসর ও উৎসব ভাতাসহ একাধিক দাবী উত্থাপন করেন।
পরিষদের সভাপতি আলহাজ্ব আহাম্মদ আলীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. তুহিন হোসেন। বিশেষ অতিথি ছিলেন মেহেরুন্নেসা মহিলা কলেজের প্রাক্তন অধ্যক্ষ ও উপজেলা বিএনপির সভাপতি খন্দকার জাহাঙ্গীর আলম রুবেল, উপজেলা শিক্ষক সমিতির সভাপতি জোবায়েরুল হক, সম্পাদক আমিনুল ইসলাম।
পরিষদের সম্পাদক মো.আব্দুল ওয়াহেদ আকন্দের সঞ্চালনায় বক্তব্য রাখেন, মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক কর্মচারীসহ শিক্ষক সংগঠনের নেতৃবৃন্দ। সম্মেলন শেষে ১৬ জন অবসর শিক্ষক কর্মচারীদের নগদ অর্থ প্রদান করা হয়।
সম্পাদক : অধ্যাপক জয়নাল আবেদীন | নির্বাহী সম্পাদক : কে এম মিঠু
প্রকাশক কার্যালয় : বেবি ল্যান্ড, বাজার রোড গোপালপুর, টাঙ্গাইল -১৯৯০, বাংলাদেশ।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত - ২০১৯-২০২৩