জ্বালানি তেলের মূ্ল্যবৃদ্ধির প্রতিবাদে রোববার সারাদেশে সকাল-সন্ধ্যা হরতালের ঘোষণা দিয়েছে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট। শুক্রবার সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কর্মসূচির ঘোষণা দেয়া হয়। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সমন্বয়ক তরিকুল ইসলাম এ কর্মসূচির ঘোষণা দেন।
আগেই সিদ্ধান্ত ছিল-জ্বালানি তেলের দাম বাড়ানোর পরদিনই হরতাল দেবে বিরোধী জোট। শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় রোববার হরতালের সিদ্ধান্ত নেয়া হয় বলে বৈঠকে উপস্থিত নেতারা জানান।
বৃহস্পতিবার রাতে সিনিয়র নেতাদের সঙ্গে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জরুরি বৈঠকে জোটের মহাসচিবদের সঙ্গে বৈঠকে কর্মসূচি ঘোষণার সিদ্ধান্ত হয়। উল্লেখ্য, বর্তমান সরকার আমলে পঞ্চম দফায় বৃহস্পতিবার কেরোসিন ও ডিজেল প্রতি লিটার সাত টাকা করে এবং পেট্রোল ও অকটেন লিটার প্রতি পাঁচ টাকা করে বাড়ানো হয়।
সম্পাদক : অধ্যাপক জয়নাল আবেদীন | নির্বাহী সম্পাদক : কে এম মিঠু
প্রকাশক কার্যালয় : বেবি ল্যান্ড, বাজার রোড গোপালপুর, টাঙ্গাইল -১৯৯০, বাংলাদেশ।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত - ২০১৯-২০২৩