গতকাল বুধবার ‘গড়বো বাংলাদেশ বিপ্লবী দল’ ২১ ফ্রেবুয়ারির মধ্যে দুই নেত্রীর স্বেচ্ছায় অবসরের দাবি জানিয়েছে । অন্যথায় ২২ ফ্রেবুয়ারি নতুন প্রজন্ম নতুন নেতৃত্ব সৃষ্টির উদ্যোগ নেবে বলেও ঘোষণা দিয়েছে দলটি। ঢাকা রিপোর্টার্র্স ইউনিটিতে দলটির কর্মসূচি ঘোষণা অনুষ্ঠানে ‘সমাজ, রাষ্ট্র, গণতন্ত্র, সংবিধান, নির্বাচন, সভ্যতা, শাসন ব্যবস্থার রীতি ও শাসক’ বিষয়ের অবতারণা করে সংগঠনের মুখপাত্র কামরুল হাসান নাসিম এসব ঘোষণা দেন। দুই নেত্রীকে উদ্দেশ্য করে তিনি বলেন, একুশ ফ্রেবুয়ারির মধ্যে আপনারা আপনাদের সন্তানদের নিয়ে স্বেচ্ছায় অবসরের উদ্যোগ নিন। নতুবা ২/২২(২২ ফ্রেবুয়ারি) এ নতুন প্রজন্ম নতুন নেতৃত্বের উদ্যোগ নেবে। ভোটতন্ত্রের ক্যাপসুলের দিন শেষ।
এসময় তিনি আরো বলেন, সাবেক দিয়ে আবেগ ঘটিয়ে লাভ নাই। দেশকে এগিয়ে নিতে হলে নবীন লাগবে। এ পরিবর্তনের জন্য অস্ত্র, বোমাবাজির দরকার নাই। আমাদের কণ্ঠই কামান। সচেতন জনগোষ্ঠী আমাদের সঙ্গে আছে। এসময় আরও উপস্থিত ছিলেন দলটির উদ্যোক্তা সদস্য ও অন্যতম মুখপাত্র অধ্যাপক ড. শাহেদা, জাতীয় নাগরিক মঞ্চের প্রধান লে. কর্নেল (অব.) খন্দকার ফরিদুল আকবর, সংগঠনের সদস্য মুহিবুল আলম লিটন প্রমুখ। উল্লেখ্য, এর আগে গত ১৭ ডিসেম্বর ২ নেত্রীর অবসরের দাবিতে ঢাকায় অর্ধদিবস হরতাল কর্মসূচি ঘোষণা করেছিল ড. শাহেদার নেতৃত্বাধীন দলটি। তবে হরতালটি রাজনীতিতে কোনো প্রভাব ফেলেনি। এমনকি ড. শাহেদা নিজেই মাঠে নামেননি বলে খবর প্রকাশিত হয়।