গোপালপুর বার্তা ডেক্স :
সাবেক শিক্ষা উপমন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম পিন্টুর মুক্তির দাবিতে সমাবেশ করেছে সালাম পিন্টু মুক্তি পরিষদ।
বৃহস্পতিবার (২২ আগষ্ট) দুপুরে টাঙ্গাইল শহরের শহীদ স্মৃতি পৌর উদ্যানে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সালাম পিন্টু মুক্তি পরিষদের সভাপতি বাবু শ্যামল হোড়ের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহিন ও সাধারণ সম্পাদক এড. ফরহাদ ইকবাল, জেলা বিএনপির সহ সভাপতি জিয়াউল হক শাহিন, যুবদলের যুগ্ম আহবায়ক জাহিদ হোসেন মালা, মহিলা দলের সাবেক সাধারণ সম্পাদক মমতাজ বেগমসহ বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
এসময় বক্তারা বলেন, সালাম পিন্টু টাঙ্গাইল জেলা বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ছিলেন, সে শেখ হাসিনার ষড়যন্ত্রের স্বীকার। একুশে গ্রেনেড হামলার সাথে পিন্টু জড়িত ছিলেন না। আমরা অতিদ্রুত সালাম পিন্টুর মুক্তি দাবী করছি।
সমাবেশ শুরুর আগে জেলা ও উপজেলার বিভিন্ন এলাকা থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে এসে সমাবেশে সমবত হয়। এতে প্রায় কয়েক হাজারের নেতাকর্মী অংশ নেয়।
এদিকে বৈধভাবে আইনগত ঝামেলা শেষ করে শীঘ্রই জননেতা এডভোকেট আব্দুস সালাম পিন্টু গোপালপুরের মানুষের মাঝে ফিরে আসবেন বলে আশায় বুক বেধে আছেন উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। তারা বলছেন স্বৈরাচারি শেখ হাসিনার ষড়যন্ত্রের শিকার ছিলেন তিনি। তিনি সারা জীবন গণমানুষের রাজনীতি করেছেন। তাদের সুখদুঃখ নিয়েছেন। জনগনের উন্নয়ন ভাবনা ছাড়া আর কিছুই ভাবেননি। তার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে লীগ সরকার বানোয়াট মামলায় তাকে হয়রানি করেছেন। তার মুক্তির দাবিতে উপজেলা বিএনপি বেশ কয়েকবার সমাবেশ করেছে।
এসব সমাবেশ বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি খন্দকার জাহাঙ্গীর আলম রুবেল, সাধারণ সম্পাদক কাজী লিয়াকত, সহ সভাপতি আমিনুল ইসলাম, যুগ্ম আহবায়ক আবু ঈশা মুনিম, পৌর বিএনপির সভাপতি খালিদ হাসান উত্থান, উপজেলা যুবদলের সভাপতি সাইফুল ইসলাম তালুকদার লেলিন প্রমুখ।