আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) কোন পাকিস্তানি ক্রিকেটার নাও খেলতে পারে বলে ইঙ্গিত দিয়েছে পাকিস্তানি ক্রিকেট বোর্ড (পিসিবি)। নিরাপত্তাজনিত কারনে বাংলাদেশ ক্রিকেট দলের পাকিস্তান সফর বাতিল করার জেরে পিসিবি এধরনের সিদ্ধান্ত নিতে পারে বলে একটি ভারতীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদনে জানা গেছে। সোমবার রাতে পাকিস্তান ক্রিকেট বোর্ড একটি বিবৃতিতে জানিয়েছে, বাংলাদেশ ক্রিকেট দলের পাকিস্তান সফর বাতিল করায় দুদেশের ক্রিকেটীয় সর্ম্পকের মধ্যে ফাটল ধরবে। পাকিস্তানি ক্রিকেট বোর্ডের সেই বিবৃতিতে আরো বলা হয়, ২০১৩ সালে বিপিএলে পাকিস্তানি ক্রিকেট খেলোয়াড়দের পাঠানোর আগে খেলোয়াড়দের চুক্তি আর ব্যস্ততার দিক তারা আগে বিবেচনা করবে। বাংলাদেশে পাকিস্তানি ক্রিকেটার পাঠিয়ে কোন ফায়দা নেই বলে জানানো হয় সেই বিবৃতিতে।এর আগে বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন বাংলাদেশ ক্রিকেট দলের পাকিস্তান সফর বাতিল ঘোষনা করায় এর তিব্র প্রতিবাদ জানান পাকিস্তানের ক্রিকেট বোর্ডের জাকা আশরাফ। জাকা আশরাফ বলেন, বাংলাদেশ দলের পাকিস্তানে আসা না আসা সেটা তাদের ব্যাপার। আমরা তাদের জোর করবোনা। এতে তাদেরই সুনাম প্রশ্নবিদ্ধ হবে। তারা যদি দ্বিপক্ষীয় সম্পর্কে সন্মান না করে আমরাও করবো না। ওই বিবৃতিতে নিরাপত্তার অজুহাতে বাংলাদেশ ক্রিকেট দলের সফর বাতিল করা বিসিবির সভাপতির এই সিদ্ধান্তকে অনুচিত বলা হয়েছে। বিবৃতিতে আরো বলা হয়, পাকিস্তানের বর্তমান পরিস্থিতি যে কোন আর্ন্তজাতিক ক্রিকেট দলের জন্য উপযোগী। তাছাড়া বাংলাদেশ সরকার ও বিসিবির একটি দল যৌথভাবে পাকিস্তানের নিরাপত্তা পর্যবেক্ষন করে গেছেন। তারা নিরাপত্তা নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন।জাকা আশরাফ বলেন, বিসিবির নতুন সভাপতির পাকিস্তানের বর্তমান পরিস্থিতি নিয়ে মন্তব্য করার আগে বাংলাদেশ সরকার ও বিসিবির ওই দলের প্রতিবেদনি পড়া উচিত বলে মন্তব্য করেন।
আশরাফ বলেন, আমরা বিপিএল এ খেলোয়াড় পাঠানো নিয়ে একটি ইতিবাচক সিদ্ধান্ত নিতে চাই। তবে এটা ঠিক আমাদের খেলোয়াড়রা আগামী বছর নিজেদের আয়োজন নিয়েই ব্যস্ত থাকবে।
গত নয় মাসের মধ্যে এনিয়ে দুই বার পাকিস্তান সফর বাতিল করল বিসিবি। এর আগে গতবছর এপ্রিলে হাইকোর্টের নিষেধাঞ্জার কারনে প্রথমবারের মত সফর বাতিল করে বিসিবি। আর এই জানুায়ারিতে দ্বিতীয়বারেরর মত সফর বাতিল করল বিসিবি।