কে এম মিঠু, গোপালপুর :
‘নারীর সমঅধিকার, সমসুযোগ এগিয়ে নিতে হোক বিনিয়োগ’ প্রতিপাদ্যে টাঙ্গাইলের গোপালপুরে আন্তর্জাতিক নারী দিবস পালন করা হয়েছে।
উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে দিবসটি উপলক্ষে শুক্রবার সকালে একটি র্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার (অ.দা) ও সহকারী কমিশনার (ভূমি) মো. নাজমুল হাসানের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন মহিলা বিষয়ক কর্মকর্তা মাহমুদা খাতুন, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী আয়েশা আক্তার শিখা, প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ সাইফুল ইসলাম, লেডিস ক্লাবের সদস্য সুফিয়া খাতুন লাইজু, ধোপাকান্দি আদর্শ গণ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহমুদা খাতুন প্রমুখ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাজানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাণিজ ফাতেমা রুমি।
সম্পাদক : অধ্যাপক জয়নাল আবেদীন | নির্বাহী সম্পাদক : কে এম মিঠু
প্রকাশক কার্যালয় : বেবি ল্যান্ড, বাজার রোড গোপালপুর, টাঙ্গাইল -১৯৯০, বাংলাদেশ।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত - ২০১৯-২০২৩