কে এম মিঠু, গোপালপুর :
টাঙ্গাইলের গোপালপুরে যথাযোগ্য মর্যাদায় বেগম রোকেয়া দিবস পালনসহ ৫ জয়িতাকে সংবর্ধনা দেওয়া হয়েছে।
শনিবার (৯ ডিসেম্বর) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তা কার্যালয়ের আয়োজনে দিবসটি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সৈয়দা ইয়াসমিন সুলতানার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মীর রেজাউল হক। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মাহমুদা খাতুন।
আলোচনায় অংশ নেন, আলমনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক আব্দুল মোমেন, বীর মুক্তিযোদ্ধা এডভোকেট শামসুল আলম, প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক জয়নাল আবেদীন, জেলা মাদ্রাসা শিক্ষক সমিতির সভাপতি কে এম শামীম প্রমুখ।
এসময় সরকারি-বেসরকারি কর্মকর্তা, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ স্থানীয় সংবাদকর্মীগণ উপস্থিত ছিলেন।
পরে সমাজে বিভিন্ন ক্ষেত্রে বিশেষ ভূমিকা রাখায় ৫ জন জয়ীতাকে সংবর্ধনা দেওয়াসহ সম্মাননা স্বারক ও উপহার প্রদান করা হয়।
সম্পাদক : অধ্যাপক জয়নাল আবেদীন | নির্বাহী সম্পাদক : কে এম মিঠু
প্রকাশক কার্যালয় : বেবি ল্যান্ড, বাজার রোড গোপালপুর, টাঙ্গাইল -১৯৯০, বাংলাদেশ।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত - ২০১৯-২০২৩