ডেক্স নিউজ :
"সমবায়ে গড়ছি দেশ, ম্মার্ট হবে বাংলাদেশ" প্রতিপাদ্যে টাঙ্গাইলের গোপালপুরে ৫২তম জাতীয় সমবায় দিবস পালিত হয়।
শনিবার (৪ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে উপজেলা পরিষদ ও উপজেলা সমবায় অফিসের আয়োজনে পতাকা উত্তোলন ও বর্ণাঢ্য শোভাযাত্রা শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসফিয়া সিরাতের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মীর রেজাউল হক, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. নাজমুল হাসান, উপজেলা সমবায় কর্মকর্তা মো. শহীদুল ইসলাম, সাংবাদিক সাইফুল ইসলাম, মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম তালুকদার প্রমুখ।
এসময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারী উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে সাতটি সমবায় প্রতিষ্ঠানের মাঝে ক্রেষ্ট বিতরণ করা হয়।
সম্পাদক : অধ্যাপক জয়নাল আবেদীন | নির্বাহী সম্পাদক : কে এম মিঠু
প্রকাশক কার্যালয় : বেবি ল্যান্ড, বাজার রোড গোপালপুর, টাঙ্গাইল -১৯৯০, বাংলাদেশ।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত - ২০১৯-২০২৩