কে এম মিঠু, গোপালপুর :
"অসমতার বিরুদ্ধে লড়াই করি, দুর্যোগ সহনশীল ভবিষ্যৎ গড়ি" প্রতিপাদ্যে টাঙ্গাইলের গোপালপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন করা হয়েছে।
দিবসটি উপলক্ষে আজ শুক্রবার (১৩ অক্টোবর) উপজেলা প্রশাসন আয়োজিত শোভাযাত্রা, ভূমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক মহড়া প্রদর্শন এবং আলোচনা সভার আয়োজন করা হয়।
উপজেলা পরিষদ চত্বরে শোভাযাত্রা প্রদক্ষিণ, গোপালপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের অংশগ্রহণে অগ্নিকান্ড বিষয়ক মহড়া প্রদর্শন শেষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসফিয়া সিরাতের সভাপতিত্বে অনুষ্ঠানে অংশ নেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাশতুরা আমিনা, কৃষি অফিসার শামীমা আক্তার, উপজেলা প্রকৌশলী কাজী ফাত্তাউর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আল মাসুম, শিক্ষা কর্মকর্তা মফিজুর রহমান, ঝাওয়াইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান তালুকদার, ফায়ার সার্ভিসের সাব স্টেশন অফিসার মো. রফিকুল ইসলাম, টিম লিডার নুরুল ইসলাম প্রমুখ।
এসময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কর্মচারী, সাংবাদিক, শিক্ষক-শিক্ষার্থীসহ সমাজের নানাস্তরের ব্যক্তিবর্গ উপস্থিতি ছিলেন।
সম্পাদক : অধ্যাপক জয়নাল আবেদীন | নির্বাহী সম্পাদক : কে এম মিঠু
প্রকাশক কার্যালয় : বেবি ল্যান্ড, বাজার রোড গোপালপুর, টাঙ্গাইল -১৯৯০, বাংলাদেশ।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত - ২০১৯-২০২৩