ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির নির্বাচনে আওয়ামী লীগ-বামপন্থীদের সমর্থিত নীল দল ও বিএনপি-জামায়াতের সমর্থিত সাদা দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে। ৩১ ডিসেম্বর সোমবার অনুষ্ঠিত নির্বাচনে ১৫টি পদের মধ্যে সভাপতিসহ আটটি পদে নীল দল এবং সাধারণ সম্পাদকসহ সাতটি পদে সাদা দলের শিক্ষকেরা জয়ী হয়েছেন।
নীল দলের বিজয়ীরা হলেন: ফরিদ উদ্দিন আহমেদ (সভাপতি), মো. হাসিবুর রশীদ (কোষাধ্যক্ষ), মোহাম্মদ জিয়াউর রহমান (যুগ্ম সম্পাদক), মো. আখতারুজ্জামান (সদস্য), আবুল বারকাত (সদস্য), আ ব ম ফারুক (সদস্য), সাবিতা রিজওয়ানা রহমান (সদস্য) ও তাজিন আজিজ চৌধুরী (সদস্য)।
সাদা দলের বিজয়ীরা হলেন: মামুন আহমেদ (সাধারণ সম্পাদক), মো. আখতার হোসেন খান (সহসভাপতি), সদরুল আমিন (সদস্য), আবুল হাসনাত (সদস্য), এ বি এম ওবায়দুল ইসলাম (সদস্য), লুত্ফর রহমান (সদস্য) ও লায়লা নূর ইসলাম (সদস্য)।
ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাবে আজ সকাল ১০টা থেকে বেলা দুইটা পর্যন্ত শিক্ষক সমিতির নির্বাচনে ভোট নেওয়া হয়। এক হাজার ৫৯১ জন ভোটারের মধ্যে ভোট দিয়েছেন এক হাজার ৩২১ জন। ইতিহাস বিভাগের অধ্যাপক শরীফউল্লাহ ভূঁইয়া নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন। বেলা তিনটা থেকে ভোট গণনা করা হয়। বিকেল পাঁচটায় নির্বাচন কমিশনার ফল ঘোষণা করেন।