কে এম মিঠু, গোপালপুর :
গোপালপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উদযাপনের জন্য নগদ অর্থ ও চাল বিতরণ করা হয়েছে।
সোমবার (১৪ আগষ্ট) বিকেলে স্থানীয় স্বাধীনতা কমপ্লেক্সে উপজেলার প্রত্যেক ইউনিয়নের ওয়ার্ড ও পৌরসভার ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সম্পাদকের হাতে নগদ টাকা ও চাল তুলে দেন গোপালপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ইউনুস ইসলাম তালুকদার ঠান্ডু এবং ভুঞাপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা মাসুদুল হক মাসুদ।
দুইজনই আসন্ন জাতীয় সংসদ সদস্য নির্বাচনে টাঙ্গাইল-২ (গোপালপুর-ভুঞাপুর) আসনের আওয়ামী লীগের এমপি মনোনয়ন প্রত্যাশী।
এসময় ইউনুস ইসলাম তালুকদার ঠান্ডু ও বীরমুক্তিযোদ্ধা মাসুদুল হক মাসুদ যৌথভাবে উপজেলার ইউনিয়ন ও ওয়ার্ড পৌরসভার প্রত্যেক ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি সম্পাদককে হাতে নগদ ৮ হাজার টাকা এবং চার বস্তা করে চাল তুলে দেন। এছাড়া উপজেলার প্রত্যেক সংগঠনকেও একইভাবে বরাদ্দ দেয়া হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন, গোপালপুর পৌরসভার মেয়র রকিবুল ইসলাম ছানা, যুগ্ম সম্পাদক সাহিনুল ইসলাম তরফদার বাদল, গোপালপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মীর রেজাউল করিম প্রমুখ।