সাংবাদিক দম্পতি সাগর-রুনিসহ সব সাংবাদিক হত্যার বিচার, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং মুক্ত গণমাধ্যম প্রতিষ্ঠার দাবিতে মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও করবে সব সাংবাদিক সংগঠন। সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাবে সমবেত হয়ে এ কর্মসূচি সফল করার আহ্বান জানিয়েছে জাতীয় পর্যায়ের চারটি সাংবাদিক সংগঠন। যৌথ বিবৃতিতে এ আহ্বান জানান বিএফইউজে সভাপতি ইকবাল সোবহান চৌধুরী ও রুহুল আমিন গাজী এবং মহাসচিব শওকত মাহমুদ ও আবদুল জলিল ভুঁইয়া। বিবৃতিতে স্বাক্ষর করেন ডিইউজে সভাপতি আবদুস শহিদ ও ওমর ফারুক এবং সাধারণ সম্পাদক মুহাম্মদ বাকের হোসাইন ও শাবান মাহমুদ, জাতীয় প্রেসক্লাবের সভাপতি কামাল উদ্দিন সবুজ ও সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমেদ, ডিআরইউ সভাপতি শাহেদ চৌধুরী ও সাধারণ সম্পাদক ইলিয়াস খান।