কে এম মিঠু, গোপালপুর :
টাঙ্গাইলের গোপালপুরে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ভুমিহীন-গৃহহীন পরিবারকে চতুর্থ পর্যায়ে জমি ও গৃহ হস্তান্তর কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে।
এ উপলক্ষে বুধবার (২২ মার্চ) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আসফিয়া সিরাত।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. মোশারফ হোসেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শরিফ আব্দুল বাসেত, সিনিয়র মৎস্য কর্মকর্তা সুদীপ ভট্টাচার্য, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আল মাসুম, মির্জাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম লাভলু, নগদাশিমলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান সোহেল, প্রেসক্লাব সভাপতি অধ্যাপক জয়নাল আবেদীন প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক এবং সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ। অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে গণভবন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাষণ প্রচার এবং আশ্রয়ণ প্রকল্প নিয়ে বিভিন্ন প্রমান্যচিত্র দেখানো হয়।
উল্লেখ্য, গোপালপুর উপজেলা তৃতীয়ধাপে ভুমিহীন ও গৃহহীন ঘোষণা করা হয়। এ উপজেলায় মোট ১ শত ৮৫ জন ভুমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে ২ শতাংশ জমির দলিল ও ঘরের চাবি হস্তান্তর করা হয়।
সম্পাদক : অধ্যাপক জয়নাল আবেদীন | নির্বাহী সম্পাদক : কে এম মিঠু
প্রকাশক কার্যালয় : বেবি ল্যান্ড, বাজার রোড গোপালপুর, টাঙ্গাইল -১৯৯০, বাংলাদেশ।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত - ২০১৯-২০২৩