কে এম মিঠু, গোপালপুর :
টাঙ্গাইলের গোপালপুর পৌরশহরের কালীমন্দির সংলগ্ন বৈরাণ নদীর উপর দুই কোটি ৬১ লক্ষ টাকা ব্যয়ে ব্রীজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১১টায় ব্রীজের নির্মাণ কাজের উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য ছোট মনির।
এ উপলক্ষে নদীর পশ্চিম তীরে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন পৌর মেয়র রকিবুল হক ছানা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. পারভেজ মল্লিক, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক আব্দুল মোমেন, টাঙ্গাইল শহর আওয়ামী লীগের সভাপতি গোলাম কিবরিয়া বড় মনি, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি আয়েশা আখতার শিখা, জেলা পরিষদের সদস্য রফিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার খন্দকার গিয়াস উদ্দীন, নগদা শিমলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান সোহেল, মির্জাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম লাভলু, জেলা ছাত্রলীগের সভাপতি সোহানুর রহমান সোহান, উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক শফিকুল ইসলাম শফিক, প্রেসক্লাব সভাপতি জয়নাল আবেদীন প্রমুখ।
উল্লেখ্য, ২০২১ সালে এ ফুটওভার ব্রীজটি ভেঙ্গে পড়ে। বর্তমানে এখানে একটি গার্ডার ব্রীজ হচ্ছে। যার দৈর্ঘ্য ২৫ মিটার।