সার্বিক পরিস্থিতিতে বাংলাদেশ ক্রিকেট দল আপাতত পাকিস্তান সফরে যাচ্ছে না বলেই আভাস দিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান।
সোমবার হোটেল রূপসী বাংলায় সাংবাদিকদের সঙ্গে এক মত বিনিময় সভায় তিনি বলেন, “পাকিস্তানের পরিস্থিতি অবনতির দিকে। এই সফর নিয়ে দেশের ভেতরেও অনেক উৎকণ্ঠা আছে। এই পরিস্থিতিতে পাকিস্তান সফরে যাওয়া সমীচীন হবে না।”
২০০৯ সালের মার্চে শ্রীলঙ্কার ক্রিকেটারদের বাসে সশস্ত্র সন্ত্রাসী হামলার পর থেকে কোনো টেস্ট খেলুড়ে দেশ পাকিস্তান সফরে যায়নি।
গত এপ্রিলে বাংলাদেশের পাকিস্তান সফরে যাওয়ার কথা ছিল। আদালতের নিষেধাজ্ঞার কারণে সেবার সফরে যেতে পারেনি তারা।
তবে আগামী মাসে পাকিস্তানে যাওয়ার বিষয়ে দেশটিকে প্রতিশ্রুতি দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
বিসিবির নতুন সভাপতি নাজমুল হাসান সম্প্রতি বলেন, পিসিবিকে লিখিত প্রতিশ্রুতি দেয়া হয়েছিল। সেই প্রতিশ্রুতি রক্ষা করতেই একটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলতে তিন দিনের সফরে পাকিস্তান যেতে পারে বাংলাদেশ।
সম্পাদক : অধ্যাপক জয়নাল আবেদীন | নির্বাহী সম্পাদক : কে এম মিঠু
প্রকাশক কার্যালয় : বেবি ল্যান্ড, বাজার রোড গোপালপুর, টাঙ্গাইল -১৯৯০, বাংলাদেশ।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত - ২০১৯-২০২৩