গোপালপুর বার্তা ডেক্স :
টাঙ্গাইলের গোপালপুরে জুয়ার আসর থেকে ৬ জুয়াড়িকে আটক করেছে থানা পুলিশ। বুধবার গভীর রাতে পৌরসভার সুতি হিজুলীপাড়া গ্রামে জুয়া খেলার সময় হাতেনাতে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন সুতি হিজুলীপাড়া গ্রামের জাহাঙ্গীর আলম (৪২), মো. সাহেব আলী (৩৪), মো. ময়েন উদ্দিন (৩৬), মো. আব্দুল বারেক (৪৬), মো. মোজাফফর আলী শেখ (৫৫) ও বাগুয়াটা দক্ষিণপাড়ার মো. আব্দুল হামিদ (৪০)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে হিজুলীপাড়া গ্রামের ময়েন উদ্দিনের বসত ঘরের পিছনে জুয়ার আসর থেকে প্রথমে তাদের আটক করা হয়। পরে নগদ টাকাসহ জুয়া খেলার উপকরণ জব্দ করা হয়।
থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোশারফ হোসেন জানান, আসামীরা প্রকাশ্য স্থানে টাকার বিনিময়ে তাস দ্বারা জুয়া খেলে ১৮৬৭ সালের প্রকাশ্য জুয়া আইনের ৪ ধারার অপরাধ করেছে। তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। তিনি আরো বলেন, মাদক ও জুয়ার বিরুদ্ধে অভিযান চলবে। মাদকসহ যাবতীয় অপরাধমুক্ত সমাজ গড়তে সকলের সার্বিক সহযোগিতা দরকার বলে জানান তিনি।
সম্পাদক : অধ্যাপক জয়নাল আবেদীন | নির্বাহী সম্পাদক : কে এম মিঠু
প্রকাশক কার্যালয় : বেবি ল্যান্ড, বাজার রোড গোপালপুর, টাঙ্গাইল -১৯৯০, বাংলাদেশ।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত - ২০১৯-২০২৩