তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে বিএনপির চলমান আন্দোলন দেশকে সংঘাতের দিকে নিয়ে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. মিজানুর রহমান।
রোববার সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে প্রতিবন্ধীদের অধিকার নিয়ে আয়োজিত সেমিনার শেষে তিনি সাংবাদিকদের একথা বলেন।
মানবাধিকার কমিশনের চেয়ারম্যান সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন, বিরোধীদল ভিন্ন পথে ক্ষমতায় আসতে চায় বলেই নির্বাচন কমিশনের প্রতি আস্থা রাখতে পারছে না।