কে এম মিঠুু, গোপালপুর :
টাঙ্গাইলের গোপালপুরে মাধ্যমিক পর্যায়ের ২৩ হাজার শিক্ষার্থীকে করোনার প্রথম ডোজ টিকা প্রদান করা হয়েছে। বুধবার দিনব্যাপী বাদ পড়া শিক্ষার্থীদের টিকা প্রদানের মাধ্যমে প্রথম ডোজ টিকা দেওয়ার কার্যক্রম সমাপ্ত করা হয়।
জানা যায়, মাধ্যমিক পার্যায়ে গোপালপুর উপজেলায় মোট ৭৯টি শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে। এসব প্রতিষ্ঠানে ১২ থেকে ১৭ বছর বয়সী ছাত্র-ছাত্রীর সংখ্যা ২৩ হাজার। এ সকল শিক্ষার্থীকে ভ্যাকসিনের আওতায় আনতে সকল প্রস্তুতি গ্রহণ করে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস। শিক্ষার্থীর নামের তালিকা যথাসময়ে জমা দেয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষের নিকট। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স করোনাভাইরাস প্রতিরোধে মাধ্যমিক পর্যায়ের ২৩ হাজার শিক্ষার্থীকে প্রথম ডোজ টিকা প্রদান করে। আগামী ১৫ ফেব্রুয়ারি হতে এসব শিক্ষার্থীরা দ্বিতীয় ডোজ টিকা গ্রহণ করবে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নাজনীন সুলতানা জানান, গোপালপুর উপজেলার মাধ্যমিক পর্যায়ের ৭৯টি শিক্ষাপ্রতিষ্ঠানের ১২ থেকে ১৭ বছর বয়সী শিক্ষার্থীদের সরকারের নির্দেশনায় ভেকসিনের আওতায় আনা হয়। পৌরশহরের সূতী হোসেন শহীদ সোহরাওয়ার্দী উচ্চ বিদ্যালয়ে পর্যায়ক্রমে শিক্ষার্থীদের প্রথম ডোজ টিকা প্রদান করা হয়। বাদ পড়া শিক্ষার্থীদের আজ সর্বশেষ প্রথম ডোজ টিকা দেওয়া হয়। ২৩ হাজার শিক্ষার্থীকে টিকা প্রদান কর্মসূচি সফলভাবে সম্পন্ন করায় সংশ্লিষ্ট সবার প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন তিনি।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আলিম আল রাজী জানান, মাধ্যমিক পর্যায়ের ছাত্র-ছাত্রীদের করোনার ফাইজার টিকা দেওয়ার কার্যক্রম সফলভাবে শেষ হয়েছে। কোনো শিক্ষার্থী টিকা গ্রহণ থেকে বাদ পড়ে থাকলে পরবর্তীতে তারা টিকা নিতে পারবে।