গোপালপুর বার্তা ডেক্স :
চাঁদাবাজি ও অপহরণ মামলায় দীর্ঘদিন ধরে পলাতক থাকা এক আসামীকে গ্রেফতার করা নিয়ে রাতভর তুলকালাম ঘটে।
থানা পুলিশ জানায়, গোপালপুর উপজেলার ধোপাকান্দি ইউনিয়নের চিলাবাড়ী গ্রামের রফিকুল ইসলামের পুত্র রিপনের বিরুদ্ধে থানা ও আদালতে একাধিক মামলা ও ওয়ারেন্ট রয়েছে। এর মধ্যে চাঁদাবাজি ও অপহরণের দুটি পৃথক মামলায় আদালতে হাজিরা না দিয়ে দীর্ঘদিন পলাতক ছিল রিপন। আগামী ৩১ জানুয়ারি ধোপাকান্দি ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে রিপন প্রকাশ্যে আসে। খবর পেয়ে গোপালপুর থানার এসআই শফিকুল ইসলাম গতকাল শুক্রবার সন্ধ্যায় এক অভিযান চালিয়ে সাজনপুর মুদিখানা বাজার থেকে রিপনকে গ্রেফতার করে। থানায় নিয়ে আসার পথে ভুটিয়া মোড়ে রিপনের সহযোগিরা পুলিশের উপর হামলা চালিয়ে হাতকড়া পড়া রিপনকে ছিনিয়ে নিয়ে যায়। এরপর রাত দশটায় বাড়তি পুলিশ গিয়ে ভুটিয়া গ্রামের এক আত্মীয়ের বাড়ি থেকে রিপনকে পুনরায় আটক করে। রিপনের সহযোগিরা সেখানেও লাঠিসোটা ও দেশীয় অস্ত্র নিয়ে পুনরায় পুলিশের উপর হামলা চালিয়ে রিপনকে দ্বিতীয় দফা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। হামলায় এসআই শহীদুল, এসআই সালাউদ্দীন এবং কনস্টেবল মাখন চন্দ্র আহত হন। আহতরা গোপালপুর হাসপাতালে চিকিৎসা নেন।
গোপালপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশারফ হোসেন জানান, পুলিশের উপর হামলা ও আসামী ছিনতাইয়ের অভিযোগে থানায় মামলা হয়েছে। আসামী রিপন ও মিজানকে গ্রেফতার করে আদালতে চালান দেওয়া হয়েছে।