আজ || রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪
শিরোনাম :
  গোপালপুরে মাদরাসা অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়মের অভিযোগে গণশুনানি       ভূঞাপুর মাধ্যমিক শিক্ষক সমিতির নতুন কমিটি       গোপালপুরে ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ       গোপালপুরে বিএনপির ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত       ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষার্থীরা       গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন       গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন       ইমনরা স্বাধীনতা এনে দিয়েছে: টাঙ্গাইল জেলা জামায়াত আমীর        গোপালপুরে জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন       ফ্যাসিবাদী আওয়ামীলীগকে এদেশের মানুষ মাথা তুলে দাড়াতে দিবেনা : সালাউদ্দীন আহমেদ    
 


ফরমালিনসহ রাসায়নিক দ্রব্য সম্পর্কে সচেতনতায় ব্যবস্থা গ্রহনে হাইকোর্টের নির্দেশ

দেশিয় বাজারে খাদ্যে ফরমালিন রোধে বাজারগুলোতে ফরমালিনসহ রাসায়নিক দ্রব্য পরীক্ষায় সরঞ্জাম সরবরাহ, আগ্রহী ক্রেতাদের উপস্থিতিতে রাসায়নিক পরীক্ষার সুযোগ এবং এর নেতিবাচক দিক সম্পর্কে সচেতনতার জন্য প্রচার-প্রচারণার ব্যবস্থা করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। নির্দেশনা কার্যক্রম গ্রহণ করে এক মাসের মধ্যে অগ্রগতি প্রতিবেদন আদালতে দাখিল করতেও বলা হয়েছে।

বিচারপতি মির্জা হোসেইন হায়দার ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের সমন্বয়ে গঠিত হাইকোর্টের বেঞ্চ এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।

একই সঙ্গে নির্ধারিত মাত্রার চেয়ে বেশি ফরমালিন ও রাসায়নিকযুক্ত খাদ্য প্রবেশ বন্ধে অন্তর্বর্তীকালীন নির্দেশনা দেওয়া হয়েছে।

আদালত বলেছেন, পরীক্ষার পর ভোগের উপযোগী খাদ্যদ্রব্য বাজারে প্রবেশ করতে পারবে। এর আগে আমদানি করা এসব খাদ্য বন্দরে পরীক্ষা করে নিশ্চিত হতে হবে, এতে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর ফরমালিন বা অন্য কোনো রাসায়নিক উপাদান নেই। সরকারের সংশ্লিষ্ট সচিবসহ বিবাদীদের প্রতি এসব নির্দেশ দেওয়া হয়েছে।

এ ছাড়া খাদ্যে ফরমালিনসহ রাসায়নিক দ্রব্য রয়েছে কি না, তা শনাক্ত করতে প্রয়োজনীয় সরঞ্জাম বাজারগুলোতে সরবরাহ করতে বলা হয়েছে। স্থানীয় সরকারনিয়ন্ত্রিত সিটি করপোরেশনের বাজারগুলোতে ৩০ দিনের মধ্যে পরীক্ষাসামগ্রী সরবরাহ করতে বলা হয়েছে।

ফরমালিনযুক্ত খাদ্য আমদানি, বাজারজাতকরণ ও বিপণন বন্ধে প্রয়োজনীয় নির্দেশনা চেয়ে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের পরিচালক মো. হেলাল উদ্দিন গত সোমবার রিট আবেদনটি করেন। মঙ্গলবার শুনানি নিয়ে আদালত বুধবার আদেশের দিন ধার্য করেন।

আদালত রুল জারির পাশাপাশি এ আদেশ দেন। আদালতে রিটের পক্ষে ছিলেন আইনজীবী এ এম আমিন উদ্দিন, ইকবাল কবির ও খায়রুল আলম। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. আল আমিন সরকার।

মানবদেহের জন্য ক্ষতিকর ফরমালিন ও অন্য রাসায়নিক পদার্থ আমদানি, বণ্টন ও ব্যবহার নিয়ন্ত্রণে কেন নির্দেশ দেওয়া হবে না, রুলে তা-ও রয়েছে। এ ছাড়া বাজারে বিক্রির জন্য আনা খাদ্যদ্রব্য ফরমালিন ও রাসায়নিকমুক্ত বলে নিশ্চিতের কেন নির্দেশ দেওয়া হবে না, রুলে তা জানতে চাওয়া হয়েছে। চার সপ্তাহের মধ্যে বাণিজ্যসচিব, পরিবেশসচিব, স্বাস্থ্যসচিব, শিল্পসচিব, মৎস্যসচিবসহ ২১ বিবাদীকে রুলের জবাব দিতে বলা হয়েছে।

এসব রাসায়নিক দ্রব্যযুক্ত খাদ্যে মানব স্বাস্থ্যের জন্য ক্ষতিকর দিকগুলো সম্পর্কে সচেতনতার জন্য ১৫ দিনের মধ্যে গণমাধ্যমে সচেতনতামূলক কার্যক্রম শুরু করতে বলা হয়েছে।

মন্তব্য করুন -


Top
error: Content is protected !!