আজ || বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২৫
শিরোনাম :
 


“মধুপুরের লাল মাটি সোনার চেয়েও খাঁটি” – কৃষিমন্ত্রী

ডেক্স নিউজ :
”টাঙ্গাইলের মধুপুরের লাল মাটি সোনার চেয়েও খাঁটি। এই মাটিতে প্রায় সব ধরনের ফসলই ফলনো সম্ভব। এ লাল মাটিতে ফসল উৎপাদন করে ব্যাপক সম্ভবনা রয়েছে লাভবান হওয়ার।” কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক মধুপুর শিল্প ও বণিক সমিতির ত্রিবার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

এ সময় তিনি তার বক্তব্যে মধুপুরে নব্য আমদানিকৃত আনারস, কাজুবাদাম ও কফিসহ নানাবিধ ফসল আবাদে ব্যবসায়ীদের আগ্রহী হওয়ার জন্য আহবান জানান।

শনিবার সকাল ১০টায় মধুবন কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয় এ সভায় সভাপতিত্ব করেন সমিতির সভাপতি ও পৌর মেয়র সিদ্দিক হোসেন খান।

বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য খন্দকার আনোয়ারুল হক, মধুপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান সরোয়ার আলম খান আবু, মধুপুর-ধনবাড়ী সার্কেলে অতিরিক্ত পুলিশ সুপার শাহীনা আক্তার, উপজেলা নির্বাহী অফিসার শামীমা ইয়াসমিন, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা তারিক কামাল প্রমুখ। এ সময় সমিতির কার্যনির্বাহী কমিটির কর্মকর্তা ও সদস্যগণ উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন -


Top
error: Content is protected !!