যারা নির্বাচন করতে ব্যর্থ তাদের দেওয়া ফর্মুলা দিয়ে গণতন্ত্র সুরক্ষিত হবে না বলে মন্তব্য করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার সকালে গণভবনে দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি এ কথা বলেন। আওয়ামী লীগের ১৯তম জাতীয় সম্মেলনে পুনরায় দলের সভানেত্রী নির্বাচিত হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা জানাতে রোববার সকাল থেকেই প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনের সামনে ছিল নেতাকর্মীদের ভীড়। পরে দলের সাংগঠনিক জেলার নেতাকর্মীদের উদ্দেশে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী।
এ সময় সম্মেলন সফল করায় নেতাকর্মীদের ধন্যবাদ জানান তিনি। প্রতিটি জেলায় দলকে শক্তিশালী করা এবং নিজস্ব কার্যালয় করার জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান শেখ হাসিনা। বলেন, আওয়ামী লীগের ইতিহাস ধরে রাখার জন্য আর্কাইভ করা হবে।
যারা নির্বাচন করতে ব্যর্থ হয়েছিলেন তাদের ফর্মুলায় গণতন্ত্র সুরক্ষিত হবে না—এ কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, নিজস্ব গতিধারায় চলবে আওয়ামী লীগ।
পরে সভানেত্রী নির্বাচিত হওয়ায় ৭৩টি সাংগঠনিক জেলার নেতাকর্মীরা ফুল দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা জানান। এ সময় কেন্দ্রীয় নেতারা তার পাশে ছিলেন।