কে এম মিঠু, গোপালপুর :
জাতীয় চার নেতার নৃশংস হত্যাকাণ্ডের বিচারের দাবিতে গোপালপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
বুধবার সকাল ১০টায় গোপালপুর সরকারি কলেজ ছাত্রলীগ শাখার আয়োজনে কলেজ চত্বরে সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি পৌর শহরের বাসস্ট্যান্ডে এলাকায় গিয়ে শেষ হয়।
বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক আলমগীর কবির রানা, ইকবাল হোসাইন, শহর ছাত্রলীগ শাখার আহবায়ক ওমর ফারুক, কলেজ ছাত্রলীগ শাখার আহবায়ক জাহাঙ্গীর হোসেন, যুগ্ম আহবায়ক কবির হোসেন, মুরাদ, হাবিব, রাসেল, শুভ ও নুর আলম প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, জাতীয় চার নেতাকে নির্মম ও নৃশংসভাবে নরপশুরা হত্যা করে। যার ন্যায়বিচার এখনও জাতি দেখেতে পারেনি। আমরা দ্রুত মামলার নিষ্পত্তি ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।