কে এম মিঠু, গোপালপুর :
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে গোপালপুর উপজেলার ৪৭টি পূজামণ্ডপের জন্য ভোগ্যপণ্য বিতরণ করা হয়েছে।
সোমবার সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে স্থানীয় সাংসদ ছোট মনির এসব ভোগ্যপণ্য বিতরণ করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. পারভেজ মল্লিকের সভাপতিত্বে ভোগ্যপণ্য বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম তালুকদার, জেলা পরিষদ সদস্য এসএম রফিকুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান মীর রেজাউল হক, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোশাররফ হোসেন, উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা সমরেন্দ্র সরকার বিমল প্রমুখ।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মাসুম মিয়া, আলমনগর ইউপি চেয়ারম্যান অধ্যাপক আব্দুল মোমেন, প্রেসক্লাব সভাপতি জয়নাল আবেদীন, আনন্দদেবী মন্দিরের সভাপতি চিত্তরঞ্জন সাহাসহ উপজেলার ৪৭টি পূজামণ্ডপ কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকগণ।
প্রধান অতিথির বক্তব্যে সাংসদ ছোট মনির বলেন, ‘সনাতন ধর্মাবলম্বীদের বৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। এদেশে সংখ্যালঘু বলতে কোন শব্দ নেই। এই স্বাধীন দেশে আমরা সবাই এক মায়ের সন্তানের মতো। আমাদের সবাইকে মিলেমিশে চলাচল করতে হবে। বর্তমান উন্নয়নের সরকার দুর্গাপূজার জন্য অতীতের তুলনায় রেকর্ডসংখ্যক বরাদ্দ দিয়েছেন।’ তিনি সবাইকে স্বাস্থ্যবিধি মেনে সুশৃঙ্খলভাবে শারদীয় দুর্গাপূজা উদযাপনের আহবান জানান।
পরে তিনি গোপালপুর উপজেলার ৪৭টি পূজামণ্ডপ প্রতিনিধিদের হাতে সরকারি ভোগ্যপণ্যের ডিওলেটার তুলে দেন।