ঢাকা-সিলেট মহাসড়কের নরসিংদীর শিবপুরে দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ৯ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো ২০ জন। রবিবার বেলা সাড়ে ১২ টার দিকে বিপরীত দিক থেকে আসা দুই বাসের মধ্যে এ সংঘর্ষ হয়।
দুর্ঘটনার পর পরই স্থানীয় লোকজন ঘটনাস্থলে ছুটে আসে এবং উদ্ধার অভিযানে অংশ নেয়। আহতদের স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি।