আজ || রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪
শিরোনাম :
  গোপালপুরে মাদরাসা অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়মের অভিযোগে গণশুনানি       ভূঞাপুর মাধ্যমিক শিক্ষক সমিতির নতুন কমিটি       গোপালপুরে ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ       গোপালপুরে বিএনপির ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত       ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষার্থীরা       গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন       গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন       ইমনরা স্বাধীনতা এনে দিয়েছে: টাঙ্গাইল জেলা জামায়াত আমীর        গোপালপুরে জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন       ফ্যাসিবাদী আওয়ামীলীগকে এদেশের মানুষ মাথা তুলে দাড়াতে দিবেনা : সালাউদ্দীন আহমেদ    
 


৯ ফেব্রুয়ারি থেকে সরকারবিরোধী আন্দোলন শুরুঃ কাদের সিদ্দিকী

কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকী বলেছেন, দেশের মানুষকে ‘মুক্ত’ করতে আগামী ৯ ফেব্রুয়ারি থেকে সরকারবিরোধী আন্দোলন শুরু করবেন তিনি। শনিবার রাজধানীতে এক আলোচনা সভায় কাদের সিদ্দিকী বলেন, “আগামী বছরের ৯ ফেব্রুয়ারি কৃষক-শ্রমিক জনতা লীগের দ্বিবার্ষিক সম্মেলনের পর আন্দোলনে নামবো।
যতদিন পর্যন্ত এ দেশের মানুষকে মুক্ত করতে না পারবো ততোদিন ঘরে ফিরবো না।” কৃষক- শ্রমিক জনতা লীগের ১৩ বছর পূর্তি উপলক্ষে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে আয়োজিত ওই আলোচনা সভায় নিজের রাজনৈতিক উদ্দেশ্য তুলে ধরে তিনি বলেন, “আমার দল গরীব মানুষের দল। আমার উদ্দেশ্য জনগণের রাজনীতি জনগণকে ফিরিয়ে দেয়া। আর এ জন্য আমি সংগ্রাম করতে চাই।” “আওয়ামী লীগ গরীব মানুষের দল হয়ে জন্ম নিয়েছিল।

তাই আমি আওয়ামী লীগের মধ্য দিয়ে মানুষের মুক্তির কথা চিন্তা করেছিলাম।পরবর্তীতে আমি আওয়ামী লীগ ছেড়েছি, কারণ তারা লুটেরাদের দলে পরিণত হয়েছে।” জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) সভাপতি আ স ম আব্দুর রব বলেন, “আওয়ামী লীগ যুদ্ধাপরাধের বিচারের নামে নির্বাচনী চাল চালছে।এ আমলে আওয়ামী লীগ এ বিচার করতে পারবে না। আগামী নির্বাচনে জনগণের সামনে বিচার শেষ করার প্রতিশ্রুতি তুলে ধরবে।

” দেশে মুক্তিযোদ্ধা দিবস ঘোষণারও দাবি জানান মুক্তিযুদ্ধের এই সংগঠক। আগামী ৯ ফেব্রুয়ারির পর কাদের সিদ্দিকীর সঙ্গে আন্দোলনে নামার ঘোষণা দিয়ে জাসদ নেতা রব বলেন, “১৯৭১ সালের মতো আরেকটা যুদ্ধ চাই। মূর্খরা দেশ চালাচ্ছে। দেশটাকে মগের মুলুকে রূপান্তরিত করেছে।” আলোচনা সভায় অন্যদের মধ্যে জাতীয় পার্টির নেতা কাজী ফিরোজ রশীদ, এলডিপির মেজর (অব) আব্দুল মান্নান, ব্যারিস্টার রফিক উল হক, গণফোরাম নেতা ড. কামাল হোসেন ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান চৌধুরী উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন -


Top
error: Content is protected !!