কে এম মিঠু, গোপালপুর :
করোনা ভাইরাসের সংক্রমণ রোধে লকডাউনে বন্ধ থাকা গোপালপুরে গণপরিবহনের কর্মহীন শ্রমিকের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মানবিক সহায়তা বিতরণ করা হয়েছে।
রবিবার সকালে গোপালপুর সরকারি কলেজ মাঠে ৪১৯ জন শ্রমিককে ১৫ কেজি করে চাল বিতরণ করেন, স্থানীয় সংসদ সদস্য ছোট মনির।
এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা পারভেজ মল্লিক, সহকারী কমিশনার (ভূমি) সাদিয়া ইসলাম সীমা, থানা অফিসার ইনচার্জ মোশাররফ হোসেন, উপজেলা আওয়ামীলীগ সম্পাদক সাইফুল ইসলাম তালুকদার সুরুজ, বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. লাল মিয়া, সম্পাদক আশরাফুল কবির আজাদ প্রমুখ উপস্থিত ছিলেন।