গত ৬ এপ্রিল “গোপালপুর বার্তা টুয়ান্টিফোর ডট কম”এ ‘গোপালপুরে করোনায় ব্যাংক কর্মকর্তার মৃত্যু’ শিরোনামে একটি খবর প্রকাশিত হয়।
পরিবার পরিকল্পনা অধিদপ্তরের সহকারি পরিচালক ডাক্তার রফিকুল ইসলাম এ খবরের প্রতিবাদ জানিয়েছেন।
তিনি জানান, তার স্ত্রী ফৌজিয়া জেসমিন যিনি অগ্রণী ব্যাংক জামালপুর শাখায় এজিএম পদে কর্মরত ছিলেন। তিনি করানায় আক্রান্ত হয়ে মারা যাননি। ডাক্তারী পরীক্ষায় তার করোনা নেগেটিভ এসেছিল। এ ধরণের খবরে পারিবারিকভাবে তার সুনাম ক্ষুন্ন হয়েছে।
গোপালপুর বার্তার বক্তব্য- ডাক্তার রফিকুল ইসলামের এক চাচাতো ভাই যিনি স্বাস্থ্য বিভাগে কর্মরত তার উদ্ধৃতি দিয়ে খবরটি প্রকাশ করা হয়।