গোপালপুর বার্তা ডেক্স :
টাঙ্গাইলের গোপালপুর পৌরসভার নব-নির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের সংবর্ধনা দেয়া হয়েছে।
বৃহস্পতিবার (১৮ মার্চ) বিকালে পৌরসভা চত্বরে আয়োজিত পৌর কর্তৃপক্ষের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এসময় পৌরসভার সচিব রফিকুল হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনের সাংসদ ছোট মনির।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান ইউনুছ ইসলাম তালুকদার ঠান্ডু, নির্বাহী কর্মকর্তা পারভেজ মল্লিক, থানা অফিসার ইনচার্জ (ওসি) মোশাররফ হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান মহিলা মরিয়ম আক্তার মুক্তা, উপজেলা আ.লীগের সভাপতি হালিমুজ্জামান তালুকদার, টাঙ্গাইল জেলা বাসকোচ-মিনিবাস মালিক সমিতির মহাসচিব গোলাম কিবরিয়া বড় মনি, গোপালপুর প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক জয়নাল আবেদীন প্রমুখ।