আজ || বুধবার, ২৩ এপ্রিল ২০২৫
শিরোনাম :
  গোপালপুরে বিপুল পরিমাণ বাংলা মদ ও নগদ টাকা জব্দ       গোপালপুরে পোল্ট্রি বর্জ্য বৈরাণ নদীতে; বাড়ছে রোগব্যাধি       গোপালপুরে ঝড়ে পড়া গাছ কাটতে গিয়ে কলেজ শিক্ষকের মৃত্যু       গোপালপুরে দুই হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জালে আগুন দিল উপজেলা প্রশাসন       বিষ প্রয়োগে চার বিঘা জমির ধান বিনষ্টের অভিযোগ       ফিলিস্তিনে ইসরাইলের গণহত্যার প্রতিবাদে গোপালপুরে জামায়াতের বিক্ষোভ       গাজায় ইসরায়েলের হামলা ও গণহত্যার প্রতিবাদে গোপালপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ       ‘দেশ নিয়ে আন্তর্জাতিক ষড়যন্ত্র হচ্ছে’ -আব্দুস সালাম পিন্টু       গোপালপুরে মাদ্রাসা শিক্ষক পরিষদের ইফতার ও দোয়া মাহফিল       বাংলাদেশ মাদ্রাসা জেনারেল টির্চাস এসোসিয়েশনের ইফতার মাহফিল    
 


একুশে পদক প্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ফারুক খানকে নাগরিক সংর্বধনা

কে এম মিঠু, গোপালপুর :
মহান মুক্তিযুদ্ধে অসামান্য অবদান রাখায় একুশে পদক পাওয়া বীর মুক্তিযোদ্ধা টাঙ্গাইল জেলা আওয়ামীলীগের সভাপতি এবং জেলা পরিষদ চেয়ারম্যান ফজলুর রহমান খান ফারুককে আজ বৃহস্পতিবার বিকালে গোপালপুর উপজেলা আওয়ামীলীগ নাগরিক সংবর্ধনা দিয়েছে।

পৌর শহরের সূতি ভিএম পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামীলীগ সভাপতি হালিমুজ্জামান তালুকদার।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইল-২ আসনের সংসদ সদস্য ছোট মনির।

বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সহ সভাপতি আনিসুর রহমান দাদু, সাংগঠনিক সম্পাদক সুভাষ চন্দ্র সাহা, গোপালপুর উপজেলা চেয়ারম্যান ইউনুস ইসলাম তালুকদার ঠান্ডু, পৌর মেয়র রকিবুল হক ছানা, উপজেলা আওয়ামী লীগের সম্পাদক সাইফুল ইসলাম তালুকদার সুরুজ।

এসময় উপস্থিত ছিলেন গোপালপুর উপজেলা নির্বাহী অফিসার পারভেজ মল্লিক, ভাইস চেয়ারম্যান মীর রেজাউল হক, টাঙ্গাইল জেলা বাস মালিক সমিতির মহাসচিব গোলাম কিবরিয়া বড় মনি, উপজেলা আওয়ামীলীগ সহ সভাপতি এবং আলমনগর পরিষদ চেয়ারম্যান অধ্যাপক আব্দুল মোমেন, প্রবীণ এডভোকেট এবং টাঙ্গাইল বারের সাবেক সভাপতি আব্দুল গফুর, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আলীম আল রাজী, প্রেসক্লাব সভাপতি অধ্যাপক জয়নাল আবেদীন প্রমুখ।

সংবর্ধনার জবাবে ফজলুর রহমান খান ফারুক বলেন, এ সম্মান বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনাকে তিনি পৌঁছে দেবেন। বঙ্গবন্ধুর নেতৃত্বে মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা একাত্তরে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ পেয়েছি। আর জননেত্রী শেখ হাসিনার দক্ষ নেতৃত্বে বাংলাদেশ একটি উন্নত দেশে পরিণত হতে যাচ্ছে। বাংলাদেশ এখন বিশ্বের বিস্ময়। মাননীয় প্রধানমন্ত্রীর এ উন্নয়ন দর্শনকে ধরে রাখার জন্য সব বিভেদ ভুলে সকলকে আওয়ামীলীগের নেতৃত্বে একত্রে কাজ করতে হবে।

মন্তব্য করুন -


Top
error: Content is protected !!