আজ || মঙ্গলবার, ০৫ নভেম্বর ২০২৪
শিরোনাম :
  গোপালপুরে শুশুয়া ভিল’র উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি       বিএনপি পরিবারের সদস্য হওয়ায় চাকরি হারিয়েছেন শিক্ষিকা হাফিজা খাতুন       গোপালপুরে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় সমবায় দিবস পালিত       মধুপুর অগ্রণী ব্যাংক শাখা নতুন ভবনে স্থানান্তর উদ্বোধন       ডিপ্লোমা কৃষিবিদ ইনষ্টিটিউশন বাংলাদেশ গোপালপুর শাখার নির্বাচন অনুষ্ঠিত       গোপালপুরে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ       গোপালপুরের ধোপাকান্দি বাজারে গরু ছাগলের বিশাল হাট       গোপালপুরে ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত       গোপালপুরে ১৪শত পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক       বাংলাদেশ সিভিল অফিসার্স ফাউন্ডেশন শীর্ষক সামাজিক সংগঠনের আত্মপ্রকাশ    
 


মিশরের গণভোটে শরিয়া আইনের পক্ষে রায়

মিশর গণভোটের ফলাফল প্রকাশ করা হয়েছে। এতে দেখা যাচ্ছে- শতকরা ৬৩.৮ ভাগ হ্যাঁ ভোট পড়েছে আর শতকরা ৩৬.২ ভাগ পড়েছে নতুন সংবিধানের বিপক্ষে। ফলে, বিপুল ভোটের ব্যবধানে দেশটির জন্য নতুন সংবিধান চূড়ান্তভাবে অনুমোদিত হলো। মিশরের গণভোটের ফলাফল

ঘোষণা করেছেন দেশটির নির্বাচন কমিশনের প্রধান বিচারপতি সামির আবু আল-মা’তি। এ ফলাফলের পর মিশরের জন্য ইসলামি ভাবধারার নতুন একটি সংবিধান তৈরি হলো। এ সংবিধানে বলা হয়েছে- এখন থেকে মিশরের জন্য সমস্ত আইনের উতস হবে ইসলামি শরিয়া এবং আরবি হবে মিশরের রাষ্ট্রভাষা। গত ১৫ ও ২২ ডিসেম্বর দু’দফায় এ নির্বাচন হয়। এ ছাড়া, তার আগে প্রবাসী মিশরীয়রাও গণভোটে অংশ নিয়েছে।

গত বছর মিশর বিপ্লব সফল হওয়ার পর এটাই দেশটির জন্য প্রথম সংবিধান। এর আগে, সাবেক স্বৈরশাসক হোসনি মুবারকের আমলে মিশরে এ ধরনের জনপ্রতিনিধিত্বমূলক সংবিধান ছিল না।

এদিকে, মিশরের সরকার-বিরোধীরা গণভোটের ফলাফল মেনে নিতে অস্বীকার করেছে। তারা বলেছে, এ ফলাফলকে তারা আদালতে চ্যালেঞ্জ করবে। এ ছাড়া, ইসলামি ভাবধারার সংবিধানের ফলে তাদের কথিত স্বাধীনতা খর্ব হবে বলে তারা অভিযোগ করছে।

দেশটিতে ইসলামপন্থী ইখওয়ানুল মুসলিমিন দল ক্ষমতায় রয়েছে।

মন্তব্য করুন -


Top
error: Content is protected !!