আজ বুধবার নগরীর ৪টি স্পটে বিএনপির গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হতে যাচ্ছে। কর্মসূচীতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় স্থায়ী কমিটির সদস্য ডঃ খন্দকার মোশারফ হোসেন।
মঙ্গলবার মহানগর বিএনপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দুপর ২.৩০ মিনিটে চট্টগ্রাম বন্দর সংলগ্ন নিমতলা বিমান চত্ত্বর, বিকাল ৪ টায় অলংকার মোড়, সন্ধ্যা সাড়ে ৫টায় লালদিঘী জেলা পরিষদ চত্ত্বর ও সন্ধ্যা সাড়ে ৬টায় মুরাদপুর মোড়ে ১৮দলীয় জোটের উদ্যোগে গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হবে।
গণসংযোগ সফল করতে গতকাল নগরীর বিভিন্নস্থানে লিফলেট বিতরণ করেছে চট্টগ্রাম মহানগর বিএনপি।