কে এম মিঠু, গোপালপুর :
টাঙ্গাইলের গোপালপুর থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মোশাররফ হোসেন উপজেলার বিভিন্ন শ্রেণি পেশার মানুষের সাথে মতবিনিময় সভা করেছেন।
সোমবার (১৯ অক্টোবর) সকালে গোপালপুর থানা প্রাঙ্গণে আয়োজিত, নবাগত ওসির যোগদান উপলক্ষে এ মতবিনিময় ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত পুলিশ সুপার (গোপালপুর সার্কেল) মো. আমীর খসরু। প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বিকাশ বিশ্বাস।
এসময় উপজেলা আওয়ামীলীগ ও এর সহযোগী অঙ্গসংগঠনের নেতাকর্মী, জনপ্রতিনিধি, মুক্তিযোদ্ধা, সুশীল সমাজ, গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিক, ব্যবসায়ী, শিক্ষা, সাংস্কৃতিক, ক্রীড়া এবং ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে স্থানীয় সংসদ সদস্য ছোট মনিরের পক্ষেসহ সদ্য যোগদানকৃত ওসি মোশাররফ হোসেনকে ফুলেল শুভেচ্ছায় স্বাগত জানান, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।
সম্পাদক : অধ্যাপক জয়নাল আবেদীন | নির্বাহী সম্পাদক : কে এম মিঠু
প্রকাশক কার্যালয় : বেবি ল্যান্ড, বাজার রোড গোপালপুর, টাঙ্গাইল -১৯৯০, বাংলাদেশ।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত - ২০১৯-২০২৩