কে এম মিঠু, গোপালপুর :
আসন্ন শারদীয় দূর্গাপূঁজা ২০২০ উপলক্ষে গোপালপুর থানার আয়োজনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ রবিবার (১১ অক্টোবর) সকালে থানা প্রাঙ্গণে উপজেলার সকল পূঁজা উযদাপন কমিটির সভাপতি ও সম্পাদকদের উপস্থিতিতে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় পূঁজা চলাকালীন সময়ের আইন-শৃঙ্খলা ও নিরাপত্তা বিষয়ক অলোচনায় প্রধান আলোচক হিসেবে অংশগ্রহণ করেন, অতিরিক্ত পুলিশ সুপার (গোপালপুর সার্কেল) মো. আমীর খসরু।
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) কাইয়ুম খান। উল্লেখ্য এবছর ৪৩টি পূঁজা মন্ডপে শারদীয় দূর্গাপূঁজা অনুষ্ঠিত হবে।