সামরিক শক্তির জোরে রাষ্ট্রক্ষমতা নিয়ে সংবিধানে ‘রাষ্ট্রধর্ম’ ইসলাম সংযোজন করে আলোচিত-সমালোচিত জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ ইসলামের জন্য নিজেকে পরিপূর্ণভাবে নিবেদিত করতে চান।
আর এই সুযোগদানে তাকে আরেকবার রাষ্ট্রক্ষমতায় বসানোর জন্য জনগণের কাছে অনুরোধ জানিয়েছেন।
এরশাদ মঙ্গলবার কক্সবাজার সফরে এসে ঈদগাঁও উপজেলার বাসস্টেশনে সংক্ষিপ্ত পথসভায় এসব কথা বলেন।
এ সময় তিনি তার ৯ বছরের শাসনামলে ইসলামের সেবায় বিভিন্ন কাজের বর্ণনা দিয়ে বলেন, ‘আবার ক্ষমতায় এলে ইসলামের খেদমতে নিজেকে আরো পরিপূর্ণভাবে নিবেদিত করব।’
স্বৈরশাসক হিসেবে পরিচিত সাবেক এই রাষ্ট্রপতি পদ্মা সেতুর দুর্নীতি, হলমার্ক, ডেসটিনিসহ সরকারের বিভিন্ন দুর্নীতির চিত্র তুলে ধরেন। বলেন, ‘সরকারের দুর্নীতিতে পুরো দেশ ছেয়ে গেছে। তাই জাতি আজ পরিবর্তন চায়।’
ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোটের অনত্যম শরিক দলের এই শীর্ষ নেতা জানান, ‘তার ৯ বছরের শাসনামলে ইসলামকে রাষ্ট্রধর্ম হিসেবে স্বীকৃতি, উপজেলা বাস্তবায়ন, কক্সবাজারকে জেলায় উন্নীতকরণ, শুক্রবারকে সরকারি ছুটি ঘোষণা ও মাদ্রাসা শিক্ষাকে স্বীকৃতি প্রদান করা হয়েছে।’
জনতার উদ্দেশে এরশাদ বলেন, ‘জাতি ক্রান্তিকাল অতিক্রম করছে। তাই আগামী নির্বাচনে এককভাবে অংশগ্রহণের সিদ্ধান্ত নিয়েছে জাতীয় পার্টি। তাই আপনারা যদি আসন্ন নির্বাচনে জাতীয় পার্টিকে বিজয়ী করতে এগিয়ে আসেন, তাহলে আরো একবার ইসলামের খেদমতে নিজেকে নিবেদিত করব।’
তিনি আরো বলেন, ‘বর্তমান সরকার শুক্রবারের সরকারি ছুটিকে বাতিল করতে অনেক চক্রান্ত করলেও আমার অনঢ় অবস্থানের কারণে তা করতে পরেনি।’
‘আজ রাজনৈতিক কারণে কক্সবাজার সফরে আসিনি। পরিবার নিয়ে কক্সবাজারের ডুলহাজারা সাফারি পার্কে বেড়াতে আসার পথে আপনাদের সাথে খানিকক্ষণ মিলিত হয়েছি’- যোগ করেন এরশাদ।
প্রায় ৭ মিনিটের সংক্ষিপ্ত বক্তব্যে উপস্থিত জনতা তাকে করতালির মাধ্যমে স্বাগত জানায়। এ সময় আরো উপস্থিত ছিলেন- জেলা জাতীয় পার্টির যুগ্ম আহবায়ক রুহুল আমিন সিকদারসহ স্থানীয় নেতারা।