পাকিস্তানের সাবেক ক্রিকেট তারকা ও তেহরিক-ই-ইনসাফ দলের প্রধান ইমরান খানকে কানাডার টরন্টো শহরে যুক্তরাষ্ট্রগামী একটি বিমান থেকে নামিয়ে প্রায় এক ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে যুক্তরাষ্ট্রগামী অন্য একটি ফ্লাইটে তাঁকে তুলে দেওয়া হয়।
গতকাল শুক্রবার টরোন্টো পিয়ারসন আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নিউইয়র্কগামী আমেরিকান এয়ারলাইন্সের একটি ফ্লাইট থেকে তাঁকে নামানো হয় বলে টরোন্টো ‘সান’ পত্রিকার খবরে বলা হয়েছে।