বিরোধীদলীয় নেত্রী বেগম খালেদা জিয়ার পথসভার অনুমতি দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। ১০ টি শর্ত সাপেক্ষে এই অনুমতি দেওয়া হয়। মঙ্গলবার রাত সোয়া ৮ টায় দিকে ঢাকা মহানগর পুলিশের মিডিয়া ও জনসংযোগ শাখার সহকারী কমিশনার গাজী রবিউল ইসলাম
এ তথ্য নিশ্চিত করেন।
গাজী রবিউল ইসলাম জাস্ট নিউজকে বলেন, বিএনপির করা আবেদনের প্রেক্ষিতে এই অনুমোদন দেওয়া হয়েছে।
বুধবার রাজধানীর বিভিন্ন স্থানে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে ৫টি পথসভা করবে বিএনপি। কর্মসূচির নেতৃত্ব দেবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। প্রতিটি পথসভায় বক্তব্য রাখবেন বেগম জিয়া।
অন্যদিকে ঢাকা মহানগর পুলিশ বিরোধীদলীয় নেত্রী পথসভাকে কেন্দ্র করে নাশকতা এড়াতে বাড়তি নিরাপত্তার ব্যবস্থা করেছে। বাড়ানো হয়েছে বাড়তি গোয়েন্দা নজরদারি।
উল্লেখ্য, বুধবারের এই কর্মসূচির দিন সকাল সাড়ে দশটায় গুলশানের বাসা থেকে রওনা দেবেন বিরোধীদলীয় নেতা। বেলা ১১টায় গাবতলীর পথসভা দিয়ে গণসংযোগের সূচনা হবে। দুপুর ১২টায় কাওরান বাজার, ১টায় যাত্রাবাড়ী, ২টায় সবুজবাগ এবং ৩টায় বাড্ডার পথসভায় বক্তৃতা করবেন এবং বিকেল সাড়ে তিনটায় তিনি বাসায় ফিরবেন