কে এম মিঠু, গোপালপুর :
টাঙ্গাইল-২ আসনের জাতীয় সংসদ সদস্য ছোট মনির কর্তৃক করোনারোধে গোপালপুর উপজেলার কর্মহীন ও হতদরিদ্র ১২০০ শ্রমিকদের মাঝে মানবিক খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
আজ শনিবার গোপালপুর সরকারি কলেজ মাঠে, উপজেলা প্রকৌশলী শ্রমিক ইউনিয়নের ৫০০, গোপালপুর বাসস্ট্যান্ড অটোরিকশা-অটোটেম্পু শ্রমিক ইউনিয়নের ২০০, সূতী কালীবাড়ি অটোরিকশা অটোটেম্পু শ্রমিক ইউনিয়নের ৩০০ এবং রিকসা-ভ্যান শ্রমিক ইউনিয়নে ২০০ শত শ্রমিকের মাঝে সামাজিক দূরত্ব বজায় রেখে, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার মানবিক খাদ্য সহায়তা এবং পবিত্র ঈদ উপলক্ষে এমপি ছোট মনিরের অর্থায়নে নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রীর ব্যাগ বিতরণ করা হয়।
খাদ্যসামগ্রী বিরতণকালে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম তালুকদার সুরুজ, সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার কে এম গিয়াস উদ্দিন, টাঙ্গাইল জেলা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি জনাব মির্জা আসিফ মাসুদ, উপজেলা যুবলীগের সভাপতি আরিফুল ইসলাম তালুকদারসহ আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতাকর্মী ও বিভিন্ন শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পৌরশহরে সূতী কালীবাড়ি অটোরিকশা অটোটেম্পু শ্রমিক ইউনিয়নের সভাপতি মঞ্জুরুল হক ফরিদ, দ্বিতীয় দফায় এসব হতদরিদ্র ও অসহায় শ্রমিক ভাইদেরকে পাশে মানবিক খাদ্যসামগ্রী বিরতণ করার জন্য, টাঙ্গাইল-২ আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য জনাব ছোট মনির মহোদয়ের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানিয়েছেন।
সম্পাদক : অধ্যাপক জয়নাল আবেদীন | নির্বাহী সম্পাদক : কে এম মিঠু
প্রকাশক কার্যালয় : বেবি ল্যান্ড, বাজার রোড গোপালপুর, টাঙ্গাইল -১৯৯০, বাংলাদেশ।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত - ২০১৯-২০২৩