কে এম মিঠু, গোপালপুর :
মহামারী করোনাকালে গোপালপুর ও মধুপুর উপজেলায় তিন শতাধিক কর্মহীন ও হতদরিদ্র পরিবারের মাঝে, শিক্ষাপ্রতিষ্ঠানের সহপাঠীরা মিলে খাদ্যসামগ্রী বিতরণ করেছে।
সোমবার গোপালপুর উপজেলার ধোপাকান্দি ইউনিয়নের কৃতিসন্তান ইঞ্জিনিয়ার মো. জাহাঙ্গীর আলমের উদ্যোগ, তার স্কুল সহপাঠী ও Care & Shine Foundation of Buet batch '93 এবং Buet '96 Foundation এর অর্থায়নে, গোপালপুরের রামনগর, শুকদেব বাড়ি, চিলাবাড়ি, কুড়িপাখিয়া এবং মধুপুর উপজেলার শিংরা গ্রামের অসহায় ও দুঃস্থ পরিবারের মাঝে এসব খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
প্রধান উদ্যোক্তা ইঞ্জিনিয়ার জাহাঙ্গীর আলম জানান, করোনা ভাইরাসের সংক্রমণ এড়াতে সামাজিক দূরত্ব বজায় রেখে, গোপালপুর ও মধুপুর উপজেলার তিন শতাধিক অতিদুঃস্থ পরিবারের মাঝে, আসন্ন ঈদ উপলক্ষে তৈরিকৃত নিত্যপ্রয়োজনীয় খাদ্যের ব্যাগ পৌঁছে দেয়া হয়। বিতরণ কাজে সহযোগিতা করেন, সমাজসেবা মূলক সংগঠন প্রজ্ঞা এবং প্রয়াস।
সমাজ ও মানবকল্যাণে বিভিন্ন সময়ে নানারকম সহযোগিতা করাসহ তাদের এ কার্যক্রম ধারাবাহিকভাবে চলমান থাকবে বলেও জানান তিনি।
সম্পাদক : অধ্যাপক জয়নাল আবেদীন | নির্বাহী সম্পাদক : কে এম মিঠু
প্রকাশক কার্যালয় : বেবি ল্যান্ড, বাজার রোড গোপালপুর, টাঙ্গাইল -১৯৯০, বাংলাদেশ।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত - ২০১৯-২০২৩